04 January 2024

বাড়ির আনাচে-কানাচে গজিয়ে ওঠা এই পাতার গুণেই গায়েব হবে ব্রণ

TV9 Bangla

Credit- Pinterest

ব্রণর সমস্যা মানুষের সারাবছর। তবে শীতকালে এই সমস্যা আরও একটু বাড়ে। হাজার চেষ্টা করেও ব্রণ থেকে মুক্তি পাচ্ছেন না?

এ বার ভরসা রাখুন বাসক পাতায়। ব্রণ কমাতে দারুণ কাজ করে এটি। এ ছাড়া এর আরও অন্যান্য ব্যবহার রয়েছে।

বাসক পাতার পুষ্টিগুণের শেষ নেই। সর্দিকাশির অব্যর্থ ওষুধ এটি। গ্রামেগঞ্জে যেখানে সেখানে গজিয়ে ওটা পাতার রয়েছে আরও গুণাগুণ।

শুধু সর্দিকাশি সারিয়েই কাজ শেষ হয় না এর, ত্বককে সুন্দর করতেও সাহায্য করে এই পাতা। কিন্তু কীভাবে ব্যবহার করলে  কাজ হবে?

বাসক পাতা খেলে পেট পরিষ্কার হয়। আর পেট পরিষ্কার হলেই আর ব্রণর সমস্যা হয় না। এ বার আসা যাক কীভাবে খাবেন।

সকালে খালি পেটে বাসক পাতার রস পান করুন। টানা কয়েকদিন এই অভ্যাস মেনে চলুন। দেখবেন কাজ হবে।

এ ছাড়া বাসক পাতা বেটে হলুদ ও চুনের সঙ্গে মিশিয়ে লাগালেই দুর্দান্ত কাজ হবে। এই পাতায় অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান থাকে।

যা ব্রণ কমিয়ে দেয়। এ ছাড়া বাসকের ফুল বেটে মিছরি দিয়ে খেলে প্রস্রাবে জ্বালাভাব দূর হয়। এতে পেটও ঠাণ্ডা থাকে।