চুল পড়াকে বিদায় জানান পেঁয়াজের গুণে
29 August 2023
চুল পড়ার সমস্যা এখন ঘরে-ঘরে। বিভিন্ন কারণে মাথার সামনে বড় হচ্ছে টাক। হাজার কসরত করে কিছুতেই মুক্তি মিলছে না এই সমস্যা থেকে
রূপচর্চা, চিকিৎসা কোনও কিছুতেই কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। আপবার সঙ্গেও যদি এমনটাই হয়ে থাকে তবে নজরটা ঘোরান হেঁশেলের দিকে
অনেকেই হয়তো জানেন না যে চুলের জন্য দারুণ উপকারি হল পেঁয়াজ। এই সবজিতে এমন সব উপাদান রয়েছে যা চুলের খেয়াল রাখতে সাহায্য করে
চুল পড়ার সমস্যা মেটাতে পেঁয়াজের রস ব্যবহার করুন। এতে চুল পড়ার সমস্যা মিটবে ও সঙ্গে খুশকিরও
পেঁয়াজের রসের সঙ্গে জলপাইয়ের তেল মিশিয়ে মাখলে তো আর কথাই নেই। পেঁয়াজের রসের সঙ্গে সামান্য জলপাইয়ের তেল মিশিয়ে ব্যবহার করুন
এছাড়া ব্যবহার করতে পারেন পেঁয়াজ ও ক্যাস্টর অয়েল। এতে চুল পড়া চিরতরে বন্ধ হবে ও নতুন চুলও গজাবে
পেঁয়াজের রসের সঙ্গে মধু মিশিয়েও মাখতে পারেন কাজ হবে। এতে চুলের জেল্লাও ফিরবে তাড়াতাড়ি
পেঁয়াজের রসের সঙ্গে নারকেলের তেল লাগিয়েও ব্যবহার করতেই পারেন। উপকার পাবেন
পেঁয়াজের রস নিন। তাতে কয়েক ফোঁটা লেবুর রস যোগ করুন। এবার তা স্ক্যাল্পে লাগিয়ে নিন। ফল পাবেন হাতে নাতে
আরও পড়ুন