শীতকাল পড়তেই বাজার ভরেছে কমলালেবুতে। কারণ শীতকাল মানেই দুপুরে খাওয়ার পর রোদে বসে কিংবা সকালের খাবারের পর কমলালেবু চাই-ই চাই।
কমলালেবু শরীরের জন্যও ভীষণ ভালো। এতে একাধিক পুষ্টিগুণ রয়েছে যাব শরীরের জন্য ভীষণভাবে জরুরি। তবে শুধু কমলালেবুতেই এর পুষ্টিগুণ সীমাবদ্ধ নেই।
কমলালেবুর খোসাতেও রয়েছে ভরপুর পুষ্টি। কমলার খোসা অনেকেই ফেলে দেন। তবে তা না ফেলে দিয়ে কাজে লাগান এভাবে...
কমলালেবুর খোসা রূপচর্চায় ভীষণভাবে কাজে লাগে। বাজার চলতি নামীদামি প্রসাধনীর থেকে লেবুর খোসা অনেক বেশি কার্যকরী।
ত্বকের জন্য কমলালেবুর খোসা ভীষণভাবে জরুরি। ত্বকের দাগছোপ তুলতে ও কোমল করতে এই খোসার জুড়ি নেই। কিন্তু তার জন্য জানতে হবে সঠিক ব্যবহার।
এ বার ঝটপট জেনে নিন কীভাবে লেবুর খোসা ব্যবহার করলে কাজ হবে। প্রথমেই কমলালেবুর খোসা ভালো করে ছাড়িয়ে রোদে শুকিয়ে নিন।
খোসা ভালভাবে শোকাতে কয়েকদিন সময় লাগবে। এরপর শুকনো খোসা মিক্সারে গুঁড়ো করে নিন। এ বার আসা যাক কীভাবে ব্যবহার করবেন...
একটি বাটিতে পরিমাণমতো লেবুর খোসার গুঁড়ো নিন। তাতে এক চামচ দই ও গোলাপ জল মেশান। তারপর ভাল করে গুলে নিয়ে ত্বকে প্রয়োগ করুন। কয়েকদিন ব্যবহার করলেই ফল পাবেন।