ত্বকের কালো ছোপ দূর করুন আলু দিয়ে
13 September 2023
মোটামুটি সারাবাছর লেগেই থাকে ত্বকের নানা সমস্যা। আর বর্ষায় ত্বকের সমস্যা বেড়ে দ্বিগুণ হয়েছে বলা চলে, যা চিন্তায় ফেলছে
ত্বকের নানা সমস্যা নিয়ে একপ্রকার জর্জরিত মানুষজন। আর ত্বকের নানা সমস্যার মধ্যে অন্যতম হল দাগের সমস্যা
অনেকেরই গোটা মুখে কালো ছোপ দেখা যায়। এটি সবসময় পিগমেন্টেশন নাও হতে পারে। অন্যান্য কারণেও মুখে কালো দাগ হয়
এই ধরনের সমস্যা এড়াতে ব্যবহার করতে পারেন আলুর রস। কারণ আলুর রস যেকোনও ধরনের কালো দাগ মেটাতে দুর্দান্ত কাজ করে থাকে
কিন্তু প্রশ্ন হল কীভাবে ব্যবহার করলে কাজ হবে? এর জন্য একটি আলু থেকে তার রস বের করে একটি পাত্রে নিন প্রথমে
এবার তা হাতে নিয়ে দাগযুক্ত স্থানে লাগিয়ে নিন। এবং ১৫ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন। তাহলেই হবে
আলুর রসের সঙ্গে লেবুর রস মেশালে আরও ভাল কাজ হবে। এর জন্য একটি লেবু কেটে তার রসটা আলুর রসের সঙ্গে মিশিয়ে একইভাবে ব্য়বহার করতে হবে
আলুর রসের সঙ্গে মেশাতে পারেন টমেটোর রসও। কারণ এতে লাইকোপিন রয়েছে। যা ত্বকের কালো দাগ মেটাতে সাহায্য করে
আরও পড়ুন