ত্বকের সমস্যা মেটাতে একাই একশো আলু

21 August 2023

আর কোনও সবজি থাকুক না থাকুক বাঙালির পাতে আলু থাকবেই। বিরিয়ানি হোক কিংবা সাধারণ পদ, আলু ছাড়া চলে না বাঙালির

তবে শুধু খাবারের জন্যই নয় ত্বকের যত্নেও দারুণ কাজে লাগে আলু। ত্বকের নানা সমস্যা ঠেকাতে একাই একশো আলু

ত্বকের কোন-কোন কাজে লাগে আলু? আসুন সবিস্তারে জেনে নেওয়া যাক...

ত্বকের কালো দাগছোপ তুলতে, পিগমেন্টেশনের সমস্যা মেটাতেও দারুণ কার্যকরী আলুর রস। কীভাবে ব্যবহার করবেন?

একটা আলু ভাল করে ধুয়ে মিক্সিতে পেস্ট করে নিন। এবার ওই পেস্ট থেকে আলুর রসটা বের করে নিন। এরপর তা ত্বকে যেখানে দাগছোপ থাকে সেখানে লাগিয়ে রাখুন

১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এছাড়া পিগমেন্টেশনের সমস্যা দূর করতে ব্যবহার করতে পারেন আলুর স্লাইস বা টুকরো। একটা আলুকে ভাল করে ছাড়িয়ে নিন

তারপর তা পিগমেন্টেশনযুক্ত জায়গায় লাগিয়ে রেখে দিন। কিছুক্ষণ রেখে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। ফল পাবেন

এছাড়াও ব্যবহার করতে পারেন আলু ও মধু। ত্বকের আর্দ্রতা ফেরাতে সাহায্য করে এই দুই উপাদান

একটা আলু ম্যাশ করে নিন। তাতে কয়েক ফোঁটা মধু মেশান। এবার মিশ্রণটা ভাল করে মিশিয়ে ত্বকে  লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন