টমেটো স্বাস্থ্যের পাশাপাশি যে ত্বকের জন্যও খুব উপকারি, একথা আমরা সকলেই জানি। টমেটোতে অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ফাঙ্গাল, ভিটামিন সি
এছাড়া রয়েছে লাইকোপিন-এর মতো অনেক গুণ । সঠিক নিয়ম মেনে বেশ কিছু টমেটো ফেস প্যাক মুখে লাগাতে পারলে নিস্তার মিলবে হরেক রকমের ত্বকের সমস্যা থেকেও!
টমেটো এবং লেবু উভয়ই আমাদের ত্বক পরিষ্কার করে। এর ফেসপ্যাক ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বাড়ে। টমেটো পিষে তাতে এক চা চামচ লেবুর রস এবং মধু মিশিয়ে নিন। এই পেস্টটি আপনার মুখে লাগান। উপকার পাবেন
টমেটোর পাল্পের সঙ্গে জোজোবা তেল এবং টি-ট্রি অয়েল মিশিয়ে নিন ভাল করে। এরপর মিশ্রণটি মুখে লাগিয়ে নিন। তারপর মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার এমনভাবে ত্বকের পরিচর্যা করলে ফল পাবেন
প্রথমে একটি টমেটো নিয়ে ম্যাশ করুন এবং তাতে এক চামচ মধু মিশিয়ে নিন। এবার এই পেস্টটি আপনার মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। ৩০ মিনিট রেখে দিলেই হবে
মুখে প্যাকটি শুকিয়ে যাওয়ার পরে জল দিয়ে ধুয়ে ফেলুন। এতে মুখের ত্বক উজ্জ্বল হবে এবং আপনার ত্বক পরিষ্কার ও নরম হবে। এছাড়া ব্রণর সমস্যাও দূর হবে
টমেটো ম্যাশ করে এর রস বের করুন। এবার এই রসে এক চামচ চিনি মেশান। তারপরে এই মিশ্রণটি মুখে লাগিয়ে ঘষুন। এরপর এটি মুখে রেখে দিন। শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন। এই প্যাকটি ত্বকের আর্দ্রতা সংরক্ষণ করে
এতে ত্বকে উজ্জ্বলতা আসবে। ত্বক থাকবে আর্দ্র ও সুন্দর। এছাড়া ত্বক পরিষ্কার করতেও সাহায্য করে এই ফেস প্যাক। তাই ব্যবহার তাই দেখেতেই পারেন