ত্বকের যত্নে একাই একশো টমেটো, জানুন ব্য়বহার
04 October 2023
সামনেই পুজো। হাতে যেকটি দিন আছে তাতে ত্বককে ঝকঝকে তকতকে করে নিতে চাইছে কমবেশি সকলেই। এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে টমেটো
টমেটোতে রয়েছে লাইকোপিন যা ত্বকের জন্য ভীষণই উপকারি। বিশেষ করে ট্যান তুলতে টমেটোর জুড়ি নেই। এবার প্রশ্ন হল কীভাবে ব্যবহার করলে কাজ হবে
চাইলে কাঁচা টমেটো ত্বকের জন্য ব্যবহার করতে পারেন। এতে ত্বক দারুণ পরিষ্কার হয়। এক টুকরো টমেটো ত্বকে ঘষে নিয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন
এছাড়া টকদইয়ের সঙ্গে টমেটো মিশিয়েও ব্য়বহার করতে পারেন। টকদই ও টমেটো দুটিই ট্যান তুলতে ভীষণভাবে সাহায্য় করে
ত্বকের অবাঞ্ছিত ছিদ্র ও ওপেন পোর্সের সমস্য়া মেটাতে ভীষণভাবে সাহায্য করে টমেটো। টমেটোর পাল্পের সঙ্গে লেবুর রস মিশিয়ে ব্যবহার করুন
এছাড়া টমেটোর সঙ্গে বাদামের দুধ মিশিয়েও ব্যবহার করতে পারেন। এতে ত্বক মসৃণ হয় ও ট্যানের সমস্যা একেবারে দূর হয়
টমেটো ও পুদিনা একসঙ্গে মিশিয়ে ব্যবহার করলেও কাজ হবে। এর জন্য টমেটোর পেস্টের সঙ্গে পুদিনার রস মিশিয়ে ব্যবহার করুন। কাজ হবে
এছাড়া টমেটোর সঙ্গে মধু মিশিয়ে মাখলেও কাজ হবে। এতে ব্রণর সমস্যা থেকেও আপনি মুক্তি পেতে পারেন। আর ত্বকও থাকবে একেবারে সুস্থ
আরও পড়ুন