16 January 2024
শীতে চুলের বারোটা বেজেছে? কাজ হবে এই তেলে
credit: Pinterest
TV9 Bangla
শীতকাল মানেই চুলের নানা সমস্যা। খুশকি, অত্যধিক চুল পড়ার সমস্যা যেন পিছনই ছাড়ে না। তাই এই সময় চুলের চাই বাড়তি যত্ন।
তবে যত্ন বলতে কিন্তু শুধু নামিদামী শ্যাম্পু, হেয়ার প্যাক ব্যবহার করলেই চলবে না। এর পাশাপাশি ব্যবহার করতে হবে তেলও।
চুলে তেল মাখতে অনেকেরই অনীহা। তবে তাঁরা হয়তো জানেন না যে মা-কাকিমাদের সুন্দর মজবুত চুলের রহস্য কিন্তু এই তেলই।
শীতকালে আবার তেলের ব্যাপারে একটু বাছাই করে নিতে হবে। কারণ এই সময় যে কোনও তেল ব্যবহার করা যাবে না। জানুন কোন তেল ব্যবহার করলে কাজ হবে।
শীতে চুলকে সুস্থ রাখতে ব্যবহার করতে পারেন মেথির তেল। এই তেল চুলকে ভিতর থেকে মজবুত করতে সাহায্য করে।
এ ছাড়া আমলকির তেলও ব্যবহার করতে পারেন। চাইলে আমলকির নির্যাস দিয়ে বাড়িতেই বানিয়ে নিতে পারেন এই তেল।
শীতে চুল পড়ার সমস্যা বাড়ে। তাই নতুন চুল গজানো অত্যন্ত প্রয়োজন। আর এর জন্য ক্যাস্টর অয়েল ব্যবহার করতে পারেন।
ক্যাস্টর অয়েলকে একটু গরম করে চুলে লাগিয়ে নিন। এর সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে মাখলে আরও ভালো ফল পাবেন।
আরও পড়ুন