10 January 2024

TV9 Bangla

Credit- Pinterest

খুশকি দূর করার অব্যর্থ উপায়

শীতকাল মানেই খুশকির সমস্যা। মাথায় হাত দিলেই ঝরে পড়ে খুশকি। যার থেকে চুলের অন্যান্য সমস্যাও শুরু হয়।

সব থেকে চিন্তার বিষয় হল অনেক সময়ই দামী দামী শ্যাম্পু, তেল ব্যবহার করেও খুশকিকে দূর করা যায় না। আসলে খুশকি হওয়ার কোনও বয়স লাগে না।

ছোট থেকে বড়, সকলেরই হতে পারে এই সমস্যা। তবে কতগুলি ঘরোয়া উপায় আছে যার সাহায্য এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

মাথায় মাখায় তেল হিসেবে নারকেল তেলের বিকল্প নেই। আর এর সঙ্গে যদি লেবুর রস মেশানো যায়, তাহলে তো কথাই নেই। ক্ষতিকারক কেমিক্যালের থেকে নারকেল তেল এবং লেবুর রসের মিশ্রণ খুশকি তাড়াতে দারুণ কাজে আসে।

 এক্ষেত্রে ২ টেবিল চামচ নারকেল তেল গরম করতে হবে।এর সঙ্গে সমপরিমাণ লেবুর রস মেশাতে হবে। তারপর সেই মিশ্রন লাগাতে হবে মাথায়। ২০ মিনিট রেখে ভাল করে শ্যাম্পু করে নিতে হবে।

শীতকাল মানেই খুশকির সমস্যা। মাথায় হাত দিলেই ঝরে পড়ে খুশকি। যার থেকে চুলের অন্যান্য সমস্যাও শুরু হয়।

মেথি ব্যবহার করলে খুব সহজে খুশকির হাত থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও মেথি চুল পড়া, অকালপক্বতা এবং উকুনের মতো সমস্যা দূর করতেও কাজে আসে।

 চুলের গোঁড়া শক্ত করতে এবং চুলকে ঝলমলে রাখতে পারে মেথি। সারা রাত অল্প পরিমাণ পানিতে মেথিদানা ভিজিয়ে রাখতে হবে। তারপর জল থেকে মেথি আলাদা করে বেঁটে নিতে হবে।

 এ বার বেটে রাখা মেথি এক ঘণ্টার জন্য চুলের গোঁড়ায় মেখে রেখে দিতে হবে। সময় হয়ে গেলে হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিতে হবে। সপ্তাহে কয়েকবার এটা ব্যবহার করে দেখুন। ফল পাবেন।