ত্বকের হাজার সমস্যা মিটবে এই ভিটামিনের গুণে
26 August 2023
রূপচর্চায় সুনাম রয়েছে মেয়েদের। সারাদিন ধরে নানা রূপচর্চা করে থাকেন তাঁরা। তবে তা সত্ত্বেও অনেকসময়ই বেহাল দশা হয় ত্বকের
আপনি কি জানেন যে ত্বকের হাজার সমস্যা মেটাতে সাহায্য করে ভিটামিন ই ক্যাপসুল? জানুন এর গুণাগুণ ও কীভাবে ব্যবহার করলে কাজ হবে...
শুধু ক্যাপসুলই নয়, ব্যবহার করতে পারেন ভিটামিন ই তেলও। এই তেল ব্যবহার করলে ত্বকে বলিরেখার সমস্যা হয় না। ফলে অকালেই চেহারায় বার্ধ্যকের ছাপ পড়ে না
এছাড়া অনেকেরই ত্বকে কালো ছোপের সমস্য়া থাকে। ভিটামিন ই এই ধরনের কালো ছোপ মিটিয়ে ত্বককে উজ্জ্বল ও সুন্দর করতে সাহায্য করে
এবার আসা যাক কীভাবে ব্যবহার করবেন? প্রথমেই ফেস ওয়াশ দিয়ে মুখে পরিষ্কার করে নিন। এরপর মুখ ভাল করে মুছে শুকনো করে নিতে হবে
এবার নারকেল তেল নিন। তাতে কয়েক ফোঁটা ভিটামিন ই তেল নিন। ভাল করে মিশিয়ে নিন হাতের তালুর সাহায্যে
এরপর এই মিশ্রণটি মুখে লাগিয়ে বৃত্তাকারভাবে মালিশ করে নিন। খেয়াল রাখবেন আলতো হাতে মালিশ করবেন
শুধু ভিটামিন ই ক্যাপসুলও ব্যবহার করতে পারেন। বাজারে ভিটামিন ই ক্যাপসুল কিনতে পাওয়া যায়। তা নিয়ে ভিতর থেকে এর নির্যাসটা বের করে মুখে লাগিয়ে নিন
রাতেই ভিটামিন ই ব্যবহার করা ভাল। রাতে শুতে যাওয়ার আগে লাগিয়ে সকালে ধুয়ে ফেলুন। এই তেল ব্যবহার করে সূর্যলোকে যাবেন না
আরও পড়ুন