নেলপালিশ ব্যবহার করার আগে মাথায় রাখবেন যে সব বিষয়

18 September 2023

নেলপালিশ পরতে পছন্দ করেন কমবেশি সব মহিলাই। পছন্দের জামার সঙ্গে তাই রঙ মিলিয়ে নেলপালিশ পরে থাকেন তাঁরা

তবে শুধু নেলপালিশ পরলেই হবে না। তার আগে মাথায় রাখতে হবে বেশ কিছু বিষয়। কী সেগুলি? আসুন জেনে নেওয়া যাক...

নেলপালিশ শুকাতে ঠান্ডা জল ব্যবহার করতে পারেন। নেলপালিশ লাগানোর পর, হাত ঠান্ডা জলে ডুবিয়ে রাখুন। তারপর ৪-৫ মিনিট পর নখ মুছে  মুছে নিন। এতে আপনার নেইল পেইন্ট অবিলম্বে শুকিয়ে যাবে

অনেক সময় পার্টিতে যাওয়ার সময় মহিলারা চটজলদি নেলপালিশ লাগান। ফলে নেলপালিশ তাড়াতাড়ি শোকানোর চেষ্টা করা হয়। তাই নেলপালিশ লাগানোর পর নখে হালকা ব্লো ড্রায়ার ব্যবহার করুন

অনেক সময় মহিলারা নেইল পেইন্ট লাগানোর পর টপ কোট এড়িয়ে যান। এমন পরিস্থিতিতে বাজার থেকে টপ কোট নেইল পেইন্ট কিনতে পারেন। এটি প্রয়োগ করলে নেইল পেইন্ট সহজে শুকিয়ে যায় ও নেইল পেইন্টের রঙও উজ্জ্বল হয়

 বাজারে পাওয়া যায় এমন কিছু নেইল পেইন্ট খুব দেরিতে শুকায়। যেখানে ব্র্যান্ডেড নেইল পেইন্ট শুকাতে বেশি সময় লাগে না। তাই নেলপালিশ কেনার সময় এর টেক্সচার দেখে নিতে পারেন

নেইল পেইন্ট লাগানোর সময়, ডবল কোট লাগানোর আগে কিছু সময় নিন। আসলে, একটানা দুবার নেইল পেইন্ট লাগালে শুধু নেইল পেইন্ট দেরিতে শুকায় না, নষ্টও হয়ে যায়

প্রথমবার নেইল পেইন্ট লাগানোর পর শুকাতে দিন এবং তারপর দ্বিতীয় প্রলেপ লাগান। হালকা রঙের নেইল পেইন্ট লাগানোই ভালো। আসলে, গাঢ় শেডের নেইল পেইন্ট দেরিতে শুকায়