দাড়ি কাটলেই ত্বকে জ্বালাপোড়া? রইল উপায়

16 August 2023

দাড়ি কেটে পরিষ্কার চেহারায় অফিসে যাওয়ার অভ্যাস অনেকেরই আছে। তবে, ঘন ঘন দাড়ি কাটা মানেই ত্বকের উপর চোট পড়ার আশঙ্কা

রোজ গালে ব্লেড ছোঁয়ানোর ফলে ত্বক খড়খড়ে হয়ে যায়। কোনও কোনও দিন দাড়ি কাটার পর থেকেই ত্বকে জ্বালাপোড়া, চুলকানি, লালচে ভাব তৈরি হয়

 বিশেষ করে শীতকালে দাড়ি কামানোর পর ত্বকে জ্বালা ভাব বেশি দেখা দেয়। তবে শুধু দাড়ি কামানোর ক্ষেত্রেই এসব সমস্যা হয় না, হাতে, পায়ে, বগলে রেজার ব্যবহার করার পরেও ত্বকে ব়্যাশ, জ্বালা, লালচে ভাবে দেখা দিতে পারে

রেজার চালানোর পর ত্বকের জ্বালা ভাব কাটানোর জন্য কিছু প্রাকৃতিক উপাদানের উপর ভরসা রাখতে পারেন

অ্যালোভেরার মধ্যে প্রদাহরোধী উপাদান রয়েছে। ফলে শেভিং করার পর মুখে, বগলে, হাতে অ্যালোভেরা জেল মাখতে পারলে জ্বালা, চুলকানির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়

অ্যালোভেরা পাতা থেকে জেল বার করে সরাসরি ত্বকে ঘষুন কিছুক্ষণ। শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে পারেন

চায়ে ট্যানিন থাকে, যা চায়ের সুন্দর রঙ হওয়ার মূল কারণ। আর, এই চায়ের উপাদানই ত্বকের জ্বালাপোড়া কমাতে দারুণ কাজ করে

শেভ করা ত্বকে ভেজানো টি ব্যাগ আলতো করে ঘষুন কিছুক্ষণ। তারপর পাঁচ মিনিট রেখে ধুয়ে ফেলুন

টি ট্রি অয়েলে অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে

 এটি ত্বকের ফোলাভাব এবং সংক্রমণ কমাতে পারে। রেজার ব্যবহারের পর ত্বকের জ্বালাপোড়া কমাতে, তুলোয় কয়েক ফোঁটা তেল ঢেলে শেভ করা ত্বকে আলতোভাবে ট্যাপ করুন কিছুক্ষণ

 তারপর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। টি ট্রি অয়েলে সামান্য জল মিশিয়ে তারপরেই ব্যবহার করবেন