শুধু গরমকালে না, শীতেও ট্যান পড়ে তা জানেন কি? কারণ এখন শীতেও রোদের তাপ ভালোই থাকে। তাই ট্যানের হাত থেকে রক্ষা পায় না ত্বক।
আর এই সময় ঠান্ডার হাত থেকে বাঁচতে অনেকেই রোদে বসে সময় কাটান। ফলে চামড়া পুড়ে যায় রোদের তাপে। সাধারণ রঙ হারায় ত্বক।
এমনিতেই শীতকালে ত্বকের নানা সমস্যা দেখা দেয়। আর এই ট্যান যেন বাড়তি পাওনা। তবে উপায় আছে, যা মানলে ঘরোয়া প্রতিকারেই ট্যানমুক্ত হবে ত্বক।
শীতে ট্যানের হাত থেকে রক্ষা পেতে ব্যবহার করতে পারেন টকদই। কারণ ট্যান তুলতে সাহায্য করে টকদই। এ বার আসা যাক কীভাবে ব্যবহার করবেন।
একটা পাত্রে পরিমাণমতো টকদই নিন। তাতে কয়েক চামচ বেসন মেশান। এই মিশ্রণে কয়েক ফোঁটা গোলাপ জল যোগ করুন।
এ বার তা ভালো করে গুলে মুখে লাগিয়ে নিন। ২০ মিনিট মতো রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন ট্যানমুক্ত হবে ত্বক। এই ফেসুপ্যাকটি ব্যবহার করার পর ময়েশ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না।
শীতে ট্যান তুলতে ব্যবহার করতে পারেন কমলালেবু। শীতে সব বাড়িতেই মোটমুটি কমলালেবু পাওয়া যায়। তবে লেবু খেয়ে খোসা ফেলে দেন প্রায় সকলেই।
আদা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো, আদা কিন্তু বহু যুগ ধরেই রান্নাঘরে মশলা হিসেবে ব্যবহার হয়ে আসছে। তবে আদা খেলে ওজন কমে, তা আমরা সকলেই জানি।
কারণ তাঁরা জানেন না এই অকাজের খোসা যে কত উপকারী। কমলালেবুর খোসা রোদে শুকিয়ে নিন। এ বার তা মিক্সারে গুঁড়ো নিন।
একটি পাত্রে খানিকটা এই খোসার গুঁড়ো নিন। তাতে গোলাপ জল মেশান। টকদই দিন। এ বার পুরো মিশ্রণটি ভালো করে গুলে গোটা মুখে লাগিয়ে নিলেই কাজ হবে।