সব সমস্যা থেকে মুক্তি পান নিমের গুণে

29 August 2023

গুণের শেষ নেই নিম পাতার। তাই আদিযুগ থেকে ত্বকের পরিচর্যায় ব্যবহার হয়ে আসছে নিমপাতা। বহু নামীদামি পণ্যেও ব্য়বহার করা হয় নিমপাতা

ত্বকের নানা সমস্যা মেটাতে সাহায্য করে। আসুন জেনে নেওয়া যাক ত্বকের কোন-কোন সমস্যা মেটাতে সাহায্য করে নিমপাতা...

নিমের রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য। ব্রণ সারাতে নিম ফেস ওয়াশ এবং নিম সাবান ব্যবহার করতে পারেন

 নিম পাতা দিয়ে তৈরি পেস্ট ব্রণের প্রদাহ কমায়। কয়েকটি নিমপাতা নিন এবার তা ভাল করে ধুয়ে পেস্ট করে নিন। সপ্তাহে দু'দিন ব্যবহার করুন

নিমের অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে। নিমের পেস্ট ডার্ক সার্কেলের সমস্যা মেটাতে সাহায্য করে। কিছু না, এই পেস্ট মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন

ত্বকের জ্বালাপোড়া সারাতে নিম পাতা ব্যবহার করতে পারেন। নিমের প্রদাহরোধী গুণ রয়েছে। তাই জ্বালাপোড়ার সমস্যা মেটাতে ব্যবহার করতেই পারেন

নিম ত্বকের জন্য প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। নিম পাতার ব্যবহার ত্বককে হাইড্রেট ও পুষ্টি জোগায়। নিমে রয়েছে ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ই। এছাড়া নিমের বার্ধক্য প্রতিরোধী বৈশিষ্ট্য রয়েছে

নিম কোলাজেন উৎপাদন বাড়ায়। নিম পাতা ব্যবহার করলে সূক্ষ্ম রেখা ও বলিরেখার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এই পাতার  তৈরি পেস্ট আপনার মুখে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে।

নিমের রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্য। যা পিগমেন্টেশনের এর সমস্যা মেটায়। এতে আরও  রয়েছে ভিটামিন সি। যা ত্বকের জন্য ভীষণই