রিমুভার শেষ? চিন্তা নেই নেলপালিশ তুলুন এই উপায়ে

06 September 2023

নেলপালিশ পরতে পছন্দ করেন কমবেশি সব মেয়েরাই। জামার রঙের সঙ্গে মিলিয়ে নেলপালিশ পরে থাকেন তাঁরা

নেলপালিশ যেমন পরতে হয় তেমনই সমান প্রয়োজন নেলপালিশ তোলাও। তবে অনেকসময়ই বাড়িতে নেলপালিশ ফুরিয়ে যায়। এই অবস্থায় কীভাবে নেলপালিশ তুলবেন?

চিন্তা নেই, উপায় রয়েছে। যা কাজে লাগালেই সহজেই নেলপালিশ রিমুভার ছাড়াই নখ পরিষ্কার করতে পারবেন। কী সেই উপায়? আসুন জেনে নেওয়া যাক...

একটা টুথব্রাশে পেস্ট নিয়ে তা ভাল করে আঙুলে ঘষে নিন। দেখবেন একটু পর রং উঠে আসছে। তবে ভাল করে আঙুলে ব্রাশ করতে হবে পরে থাকেন তাঁরা

স্যানিটাইজার তুলোয় নিয়ে আঙুলে ঘষলেও রিমুভারের কাজ করে। যতক্ষণ পর্যন্ত না নেলপলিশ উঠছে ততক্ষণ পর্যন্ত এই টোটকা কাজে লাগিয়ে যান

কিছু ডিওডোরেন্টের মধ্যে অ্যালকোহলের ভাগ বেশি থাকে। এই সব ডিও দিয়ে আঙুলে ঘষলেও কিন্তু নেলপালিশ উঠে আসবে

পারফিউমও ব্যবহার করতে পারেন। দাগ তুলতে একই রকম কাজ করে পারফিউম। পারফিউম স্প্রে করে আঙুলে ঘষে নিন। এতেও দাগ উঠে আসবে

এছাড়া ব্যবহার করতে পারেন আরও একটি সহজ টোটকা। আগের নেলপালিশের উপর মোটা করে আর এক কোট নেলপালিশ লাগান

এবার তা শুকিয়ে গেলে অন্যহাতের নখ দিয়ে খুটে তুলে দিন। দেখবেন সহজেই উঠে আসছে। এরপর নতুন রঙের নেলপালিশ পরে নিন