ব্লিচ করার সময় মাথায় রাখবেন যে বিষয়গুলি

28 August 2023

উৎসব অনুষ্ঠানের আগে অনেকেই মুখে ব্লিজ করে থাকেন। এতে ত্বকের ট্যান উঠে যায়

শুধু তাই নয়, বেশ উজ্জ্বল ও জেল্লাদার দেখায় ত্বক। তবে এর অনেক পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে। অনেকসময়ই ব্লিচ করার ফলে ত্বকে জ্বালাপোড়ার সমস্যা হয়

এই সমস্যা থেকে মুক্তির কিছু ঘরোয়া উপায় রয়েছে। কী সেগুলি? আসুন জেনে নেওয়া যাক...

শুধু ব্লিচ বলে নয়, যে কোনও স্কিন প্রোডাক্ট ব্যবাহার করার আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নিন। এর কারণ হল কোনও এলার্জি আছে কি না তা জানা যায়

 পরীক্ষা করে দেখুন এবং তারপর  ব্যবহার করার চেষ্টা করুন। প্যাচ টেস্ট করার কারণ হল এই ব্লিচ প্রত্যেকের ত্বকের জন্য কার্যকর নাও হতে পারে

প্রথমে মুখ ধুয়ে নিন। বেস ব্লিচিং করার আগে মুখ ধুয়ে ফেলতে হবে। বেস ব্লিচ প্রয়োগ করার পরে খুব তাড়াতাড়ি মুখ ধুয়ে ফেললে এর কার্যকারিতা কমতে থাকে

 অতএব, মুখের উজ্জ্বলতা বজায় রাখতে, ব্লিচ করার পরে প্রায় ৬-৮ঘন্টা ফেস ওয়াশ বা সাবান ব্যবহার করবেন না

 ব্লিচের সব ক্রিম ব্যবহারের জন্য ঝুঁকি থাকে না। কিন্তু কিছু প্রোডাক্টের মধ্যে সোডিয়াম হাইপোক্লোরাইট থাকে, যা ত্বকের জন্য সমস্যা তৈরি করতে পারে। তাই কম ব্লিচ ব্যবহার করার চেষ্টা করুন

 ব্লিচ ব্যবহার করার আগে প্যাকেটে থাকা তার নির্দেশাবলী পড়ুন। ত্বকের জন্য সঠিক পরিমাণ নির্বাচন করা উচিত এবং নিশ্চিত করা উচিত যে এটি ত্বকের ক্ষতি করবে না। তারপরেই ব্যবহার করুন