31 December 2023
ঝুলে চামড়া টানটান হবে মাত্র ২ উপাদানে
credit: istock
TV9 Bangla
বছর শেষ হলেও ত্বকের সমস্যা পিছু ছাড়ে না। বিশেষত, ঠান্ডা আবহাওয়ায় জাঁকিয়ে বসে শুষ্ক ত্বকের সমস্যা। হারায় জেল্লাও।
শুষ্ক ত্বক দ্রুত বুড়িয়ে যায়। চোখের কোণে, নাকের পাশে বলিরেখা দেখা দেয়। চামড়া ঝুলে যেতে থাকে। এগুলো বার্ধক্যের লক্ষণ।
চামড়ায় টানটান ভাব বজায় রাখতে গেলে ত্বকের দেখভাল করা জরুরি। তবে, এর জন্য নিয়মিত ফেসিয়াল করার দরকার নেই।
প্রাকৃতিক উপায়ে আপনি ত্বকের জৌলুস ধরে রাখতে পারেন। ঝুলে যাওয়া টানটান করতে আপনি কফি ও মধুর সাহায্য নিতে পারেন।
কফি ও মধুর ফেসপ্যাক প্রাকৃতিক উপায়ে ত্বকের দেখভাল করে। মুখে প্রাকৃতিক উজ্জ্বলতা এনে দেয় এবং ত্বকের বার্ধক্যকে দূরে রাখে।
প্রথমে ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে নিন। এতে মুখে জমে থাকা ময়লা, তেল পরিষ্কার হয়ে যাবে। তারপর ফেসপ্যাক বানান।
২ চামচ কফির গুঁড়ো নিন। এতে ২ চামচ তাজা মধু মিশিয়ে নিন। এই ফেসপ্যাক মুখে ভাল করে লাগিয়ে নিন। ১৫ মিনিট অপেক্ষা করুন।
মুখ ধোয়ার সময় হালকা হাতে স্ক্রাব করুন। এবার ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এতে মৃত কোষও পরিষ্কার হয়ে যাবে।
আরও পড়ুন