কফি বেসনের ফেসপ্যাকেই জেল্লা বাড়ান পুজোর আগে

06  October 2023

পুজো মানেই বাঙালির কাছে ঘরে ফেরার গান। বছরের শুরুতে ক্যালেন্ডার আনলেই প্রথমে দেখে নেওয়া হয় যে পুজো কবে পড়েছে, সেই মত দেখে ছুটি নেওয়ার চেষ্টা করেন সকলে

পুজোতে সকলেই চান বাড়ি ফিরতে। পুজোর কয়েকটা দিন পরিবার বন্ধুদের সঙ্গে হইহই করে কাটাতে চান। আসলে পুজো হল বাঙালিদের মিলনোৎসব। এই পুজোর টানেই তো একত্রিত হওয়া

পুজোতে সকলেই চান তাঁকে যেন দেখতে ভাল লাগে, সেই মত প্রস্তুতিও শুরু হয়ে যায় বহুদিন আগে থেকে। পার্লারে পড়ে লম্বা লাইন। যাঁরা সারা বছর ফেসিয়াল করেন তা তাঁরাও এই সময় ফেসিয়াল করেন

এবার এই একবার ফেসিয়াল করলেই যে ত্বক ভাল হয়ে যায় এমন কিন্তু একেবারেই নয়। পরিবর্তে বাড়িতেই হোক রূপচর্চা। ঘরোয়া যে কোনও প্যাক মুখের জন্য অনেক ভাল এতে গ্লো বাড়ে

আর কাজের প্রয়োজনে সকলকে রোজ বাড়ির বাইরে বেরোতে হয়। এবার বাইরের দূষণ, ধোঁয়াতে মুখেরও অনেক ক্ষতি হয়। চামড়া শুকিয়ে রুক্ষ্ম হয়ে পড়ে

ত্বকের জন্য মধু, বেসন, টকদই, হলুদ এসব খুবই ভাল কাজ করে। ঘরোয়া এই উপাদানেই সারুন রূপচর্চা, এতে ত্বকের কোনও সমস্যা হবে না সেই সঙ্গে বাড়বে ত্বকের জেল্লাও

টকদই, বেসন, চিনি, হলুদ একসঙ্গে মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। এই প্যাক সব ধরণের ত্বকের জন্যই ভাল। এই প্যাক মুখে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে নিতে হবে

কফিগুঁড়ো, মধু, লেবুর রস, চিনি, চালের গুঁড়ো, হলুদ আর জল ঝরানো টকদই মিশিয়ে বানান ফেসপ্যাক। এই প্যাক ফেসিয়ালের কাজ করে। স্নানের আগে মুখে লাগিয়ে রাখুন শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন