ছানা কাটানোর পর অধিকাংশই ছানার জল ফেলে দেন
তবে এই ছানার জলে থাকে প্রচুর পুষ্টিকর উপাদান
ছানার জলে থাকে ক্যালশিয়াম ও ভিটামিন ডি
যা হাড় গঠনে সাহায্য করে
এছাড়াও ছানার জল কাজে লাগানো যায় রূপচর্চায়
একটা বাটিতে ময়দা আর ছানার জল খুব ভাল করে মিশিয়ে দিন
এর মধ্যে তিন ফোঁটা নারকেল তোল মেশান
এবার এই মিশ্রণ মুখ-হাতে-পায়ে ভাল করে লাগিয়ে নিন
শুকিয়ে গেলে ঘষে মেজে তুলে ফেলুন