31 December 2023

ঘরোয়া এই ৩ স্ক্রাবেই ঠোঁট থাকবে নরম তুলতুলে

credit: istock

TV9 Bangla

শীত ঠোঁট ফাটা থেকে বাঁচতে রাত দিন লিপ বাম মাখছেন। এতে বাইরে থেকে নরম থাকলেও ভিতরে কোনও কাজই হচ্ছে না।

ফলে আবার কিছুক্ষণ পরেই তা খুব রুক্ষ হয়ে যাচ্ছে। ঠোঁটের মৃত কোষ দূর করার জন্য এক্সফলিয়েট করতে বলেন অনেকেই।

তাই বলে গায়ে মাখার স্ক্রাব কিন্তু ঠোঁটে মেখে নিলে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা বেশি। বাজারচলতি স্ক্রাব কিনে ঠোঁটে মাখতে পারেন।

কিন্তু তার মধ্যে রাসায়নিক আছে কি না, জানেন না। তবে ঘরোয়া বেশ কিছু উপাদান রয়েছে। যেগুলি দিয়ে আপনি সহজেই স্ক্রাব তৈরি করে নিতে পারবেন।

শীতের সময় কমলালেবুর স্ক্রাব সবচেয়ে ভাল কাজ করে। একটি পাত্রে এক টেবিল চামচ কমলালেবুর খোসা গুঁড়ো, এক চামচ মধুর সঙ্গে একটি ভিটামিন ই ক্যাপসুল দিন।

একটি পাত্রে এক টেবিল চামচ বিট গুঁড়ো, এক চামচ মধুর সঙ্গে এক চা চামচ অলিভ অয়েল ভাল করে মিশিয়ে ঠোঁটে ঘষে নিন।

আপনি চিনির স্ক্রাব ব্যবহার করতে পারেন। এর জন্য একটি পাত্রে এক টেবিল চামচ গুঁড়ো চিনি, এক চামচ মধু এবং এক চা চামচ অলিভ অয়েল ভাল করে মিশিয়ে নিন।

কফি স্ক্রাব বানাতে একটি পাত্রে এক টেবিল চামচ কফি পাউডার, এক চামচ মধু এবং এক চা চামচ অলিভ অয়েল দিন। তারপরে তা ঠোঁটে লাগিয়ে নিন।