ত্বক ও চুলের দেখভাল করবে চাল ভেজানো জল

25 November 2023

গেরস্থ বাড়িতে চাল ভেজানো জল বা ভাতের ফ্যান সহজেই পাওয়া যায়। আর এই উপাদান দিয়ে আপনি ত্বকের পরিচর্যা করতে পারেন।

চাল ভেজানো জল দিয়ে আপনি হেয়ার স্পা করতে পারেন। চাল ভেজানো জল চুলে প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে। 

হেয়ার স্পা করার জন্য প্রথমে শ্যাম্পু করে নিন। তারপর চাল ভেজানো জল চুলে ঢালুন। কয়েক মিনিট ম্যাসাজ ধুয়ে ফেলুন।

চুলের পাশাপাশি ত্বকের যত্নেও চাল ভেজানো জল ব্যবহার করুন। চাল ভেজানো জল ত্বকে প্রাকৃতিক টোনার হিসেবে কাজ করবে।

নিয়মিত মুখে চাল ভেজানো জল মাখলে রোমকূপ পরিষ্কার হয়ে যাবে। পাশাপাশি ত্বকে প্রাকৃতিক আভা ফিরে পাবেন।

চাল ভেজানো জল ত্বকের মৃত কোষ পরিষ্কার করতেও সাহায্য করে। এই উপাদানটি ত্বকের উপর এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে।

এমনকি প্রাকৃতিক ক্লিনজারও চাল ভেজানো জল। এটি ত্বকের প্রদাহ কমায় এবং তেল নিঃসরণ কমাতে সাহায্য করে। 

তুলোর বল তেল চাল ভেজানো জলে ডুবিয়ে নিন। তারপর সেই তুলোর সারা মুখে লাগিয়ে নিন। মিনিট পাঁচেক পর মুখ ধুয়ে নিন।