ঠোঁট ছাড়াও যেখানে লাগাবেন লিপস্টিক
26 August 2023
যাঁরা মেকআপ করতে ভালবাসেন না, তাঁদের ড্রেসিং টেবিলেও থাকে লিপস্টিক। শুধু লিপস্টিক পরলেই লুক পাল্টে যায়।
আবার কারও চোখে কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিকই রোজের সম্বল। তবে এই লিপস্টিককে অন্য উপায়েও ব্যবহার করা যায়।
মেকআপ না থাকলে আপনি লিপস্টিককেই ব্যবহার করতে পারেন বিভিন্ন উপায়ে। আপনার লুককে সম্পূর্ণ করে দিতে পারে লিপস্টিক।
ব্লাশ শেষ? দু'গালে লাগিয়ে নিন লিপস্টিক। এটি ক্রিম ব্লাশের মতোই হবে। আঙুলে অল্প লিপস্টিক নিয়ে গালে ঘষে নিন।
ব্রঞ্জার কেনা নেই? চিন্তা নেই। আপনার ব্রাউন শেডের লিপস্টিক হতে পারে ব্রঞ্জার। ব্রাউন লিপস্টিক মুখে ও গলায় লাগিয়ে নিন।
রঙিন আইলাইনার পরতে চান? লিপস্টিক লাগাতে পারেন চোখে। সরু তুলিতে অল্প লিপস্টিক নিয়ে টেনে নিন চোখের পাতায়।
আইলাইনারের পাশাপাশি আইশ্যাডো লাগাতে পারেন চোখে। চোখে অল্প লিপস্টিক নিয়ে আঙুলে করে ঘষে নিন। কাজ শেষ।
চোখের তলায় কালচে ছোপ? কমলা রঙের লিপস্টিক লাগিয়ে নিন। এরপর উপর ফাউন্ডেশন লাগিয়ে নিন। ঢাকা পড়ে যাবে ডার্ক সার্কেল।
ডার্ক সার্কেলের মতো অন্যান্য দাগছোপ ঢাকতে আপনি কমলা রঙের লিপস্টিক লাগাতে পারেন। এটি কনসিলারের কাজ করে।
আরও পড়ুন