ময়েশ্চারাইজার শেষ? নিজেই বানিয়ে নিন

23 September 2023

ত্বকের যত্নে ফেস ক্রিম বা ময়েশ্চারাইজার জরুরি। ময়েশ্চারাইজার ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। 

প্রথমে ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিন। টোনার লাগানোর পর মুখে ময়েশ্চারাইজার মেখে নিন। এতেই ত্বক ভাল থাকবে।

বাজারে বহু নামীদামি সংস্থার ময়েশ্চারাইজার পাওয়া যায়। তবে, চাইলে অ্যালোভেরা দিয়ে আপনি নিজেও ফেস ক্রিম বানাতে পারেন। 

অ্যালোভেরা ত্বকের আর্দ্রতা বজায় রাখার পাশাপাশি ব্রণ, দাগছোপ কমাতে সাহায্য করে। তাই ত্বকের যত্নে অ্যালোভেরার কদর বেশি। 

এমনকী ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে অ্যালোভেরা। বাড়িতে কীভাবে অ্যালোভেরার ময়েশ্চারাইজার বানাবেন, রইল সহজ টিপস।

৩-৪ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ২টি ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস ও ২ চামচ গোলাপ জল ভাল করে মিশিয়ে নিন। 

তারপর পুনরায় এতে ২ টো ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস এবং ১ চা চামচ গোলাপ জল মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন।

উপকরণগুলো একসঙ্গে ব্লেন্ড করার পর এতে ২-৩ ফোঁটা রোজ এসেনশিয়াল অয়েল মিশিয়ে দিন। তৈরি হোমমেড ময়েশ্চারাইজার।