banana peel

16 December 2023

কলার খোসা ফেলনা নয়

credit: istock

image

TV9 Bangla

banana peel (1)

ত্বকের ক্ষেত্রে যত দামীই প্রসাধনী ব্যবহার করুন না কেন, প্রাকৃতিক উপাদানের কাছে তা তুচ্ছ। ঘরোয়া টোটকা অনেক বেশি কার্যকর। 

banana peel (2)

শীতকালে শুষ্ক ত্বকের সমস্যায় নাজেহাল কমবেশি সকলেই। এই অবস্থায় ত্বকে আর্দ্রতা বজায় রাখতে দারুণ কাজ করে কলার খোসা।

banana peel (3)

কলার খোসায় প্রাকৃতিক তেল রয়েছে। এটি ত্বককে বার্ধক্যের হাত থেকে রক্ষা করে এবং ত্বককে টান টান রাখতে সাহায্য করে।

কলার খোসা আপনি সরাসরি ত্বকের উপর ঘষতে পারেন। এতে ব্রণ থেকে দাগছোপ—ত্বকের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে।

কলার খোসায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা অক্সিডেটিভ স্ট্রেস দূর করে। তাই মুখে কলার খোসা ঘষলে তরতাজা ভাব পাওয়া যায়।

শীতকালে ত্বকের উপর থেকে মৃত কোষ দূর করতে কলার খোসার তৈরি ফেস স্ক্রাব ব্যবহার করতে পারেন। কীভাবে বানাবেন, রইল টিপস।

কলার খোসার সঙ্গে কাঁচা হলুদ ও চিনি মিক্সিতে দিয়ে পেস্ট করে নিন। এই মিশ্রণতে এক চামচ মধু মিশিয়ে নিলেই তৈরি ফেস স্ক্রাব।

শীতভর সর্দি-কাশিতে ভোগেন? একটু ঠান্ডা লাগলেই গলা ব্যথা শুরু হয়ে যায়? এসব সমস্যা থেকে মুক্তি দিতে পারে যষ্টিমধু।