4 January 2024

গায়ের ময়লা তুলুন আলু-শসা দিয়ে

credit: istock

TV9 Bangla

মুখে ফেসওয়াশ না দিলেও গায়ে সাবান মাখতেই হয়। ত্বকের উপরিতলে জমে থাকা ময়লা পরিষ্কারের জন্য সাবান জরুরি।

বাড়ি ফিরে হাত ধোয়ার জন্যও সাবান প্রয়োজন। সাবান ছাড়া চলে না। হাত-পা ধোয়া ছাড়াও ত্বক পরিষ্কার করতে সাবান দরকার পড়ে।

বাজারচলতি সাবানই সব বাড়িতে ব্যবহার হয়। কিন্তু এই ধরনের সাবানে ক্ষারের পরিমাণ বেশি থাকে। সঙ্গে রাসায়নিক উপাদানও থাকে।

ক্ষারযুক্ত সাবান ত্বক পরিষ্কার করলেও প্রাকৃতিক তেল নষ্ট করে দেয়। তার সঙ্গে চামড়ার উপর ক্ষতিকারক প্রভাব ফেলে।

হেঁশেলে থাকা উপকরণ দিয়ে বাড়িতে সাবান বানিয়ে নিতে পারেন। আলু ও শসা নিন। খোসা ছাড়িয়ে এই দুই উপকরণ বেটে নিন। 

আলু ও শসার পেস্ট থেকে ছেঁকে রস বের করে নিন। তারপর এতে কাঁচা দুধ মেশান। একদম শেষে দু'চামচ চালগুঁড়ো ও বেসন মেশান।

মিশ্রণটি ভাল করে গুলে নিন। তারপর এতে ১/২ চামচ বেকিং সোডা ও লেবুর রস মিশিয়ে দিন। এই মিশ্রণটি সাবান হিসেবে ব্যবহার করুন।

স্নানের সময় এই মিশ্রণটি হাতে-পায়ে মেখে ভাল করে স্ক্রাব করুন। তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি সমস্ত ময়লা তুলে দেবে।