শীতে ত্বকের সঙ্গী হোক ড্রাগন ফ্রুট
30 November 2023
শীতের বাজারে উঁকি দিচ্ছে ড্রাগন ফ্রুট। সুস্বাদু হওয়ার পাশাপাশি ড্রাগন ফ্রুট পুষ্টিকরও। ত্বকের উপরও জাদু করে এই ফল।
শীতকালে ত্বকে আর্দ্রতা জোগাতে সাহায্য করে ড্রাগন ফ্রুট। এই ফলের মধ্যে হাইড্রেটিং বৈশিষ্ট্য রয়েছে। এটি ত্বককে হাইড্রেট রাখে।
ড্রাগন ফ্রুটে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি ত্বকে কোলাজেন বৃদ্ধি সাহায্য করে। পাশাপাশি ত্বকের জেল্লা বাড়িয়ে তোলে।
ড্রাগন ফ্রুট খাওয়ার পাশাপাশি মুখে মাখলেও উপকার পাওয়া যায়। ত্বকের যত্নে ড্রাগন ফ্রুট ব্যবহার করলে প্রাকৃতিক উজ্জ্বলতা আসে।
ড্রাগন ফ্রুটের মধ্যে প্রদাহবিরোধী উপাদান রয়েছে। এই ফল ত্বকের প্রদাহ কমিয়ে ত্বকের সমস্যাকে দূরে রাখে। র্যাশের সমস্যা দূরে রাখে।
ত্বকের জৌলুস ধরে রাখতে আপনি ড্রাগন ফ্রুটের সাহায্য নিতে পারেন। এই ফল ত্বককে বলিরেখা ও বার্ধক্যের হাত থেকে দূরে রাখে।
রোজের ডায়েটে ড্রাগন ফ্রুট রাখতে পারেন। পাশাপাশি ড্রাগন ফ্রুটের ফেসপ্যাক বানিয়েও মুখে মাখতে পারেন। রইল টিপস।
শীতকাল এলেই অনেকের মধ্যে স্নানের অনীহা তৈরি হয়। কিন্তু পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হলে নিয়মিত স্নান করা জরুরি।
আরও পড়ুন