শীতের সকালে কাজে আসবে ড্রাই শ্যাম্পু

26 November 2023

শীতের সকালে সবসময় শ্যাম্পু করা সম্ভব হয় না। কিন্তু চুলের তেল চিটচিটে ভাব দূর করা জরুরি। এক্ষেত্রে সমাধান ড্রাই শ্যাম্পু।

ড্রাই শ্যাম্পু চুলের গোড়ায় জমে থাকা তেলকে কয়েক সেকেন্ডে শুষে নেয়। আর এতে আপনি পেয়ে যান শ্যাম্পু ছাড়াই ব্রাউন্সি চুল।

ঘন ঘন ড্রাই শ্যাম্পু ব্যবহার করলে চুল নষ্ট হয়ে যায় এবং নানা রোগ দেখা দেয়। তাছাড়া বাজারচলতি ড্রাই শ্যাম্পু মোটেই ভাল নয়।

শীতকালে কাজে আসতে পারে বাড়ির তৈরি ড্রাই শ্যাম্পু। প্রাকৃতিক উপাদান দিয়ে বাড়িতে বানানো ড্রাই শ্যাম্পু ব্যবহারে কোনও ক্ষতি নেই।

১/৪ কাপ অ্যারারুট পাউডার বা কর্ন‌স্টার্চ নিন। এতে ১-২ চামচ কোকো পাউডার কিংবা দারুচিনির গুঁড়ো মিশিয়ে নিন।

এবার এতে ৫-১০ ফোঁটা যে কোনও এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিলেই তৈরি হোমমেড ড্রাই শ্যাম্পু। এটি কাচের শিশিতে ভরে রাখুন।

হোমমেড ড্রাই শ্যাম্পু ব্যবহারের আগে চুলের জট ছাড়িয়ে নিন। পাশাপাশি চুল ভাল করে আঁচড়ে নিন। তারপর এটি ব্যবহার করুন।

গেরস্থ বাড়িতে চাল ভেজানো জল বা ভাতের ফ্যান সহজেই পাওয়া যায়। আর এই উপাদান দিয়ে আপনি ত্বকের পরিচর্যা করতে পারেন।