16 December 2023
সেনসিটিভ ত্বক? এই ফেসপ্যাক ট্রাই করুন
credit: istock
TV9 Bangla
শীতকালে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের হল ত্বকের আর্দ্রতা বজায় রাখা। ত্বক আর্দ্রতা হারালে তা শুকিয়ে যায় এবং নানা সমস্যা দেখা দেয়।
ভারী ময়েশ্চারাইজার ব্যবহার করার পরেও ত্বকের আর্দ্রতা ফেরানো যায় না। উল্টে ত্বক নিস্তেজ হতে থাকে। জেল্লা হারিয়ে যায়।
শীতের ত্বকের আর্দ্রতা ফেরাতে হাইড্রেটিং ফেস মাস্ক ব্যবহার করতে পারেন। এটি শুষ্কভাব কমিয়ে ত্বককে কোমল ও নরল করে তুলবে।
টক দই ও ওটসের ফেস মাস্ক ব্যবহার করতে পারেন। এই ফেস মাস্ক ত্বকের উপরিতলে থাকা ময়লা, মৃত কোষ পরিষ্কার করে দেবে।
টক দইয়ের মধ্যে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বককে এক্সফোলিয়েট করে। অন্যদিকে, ওটস সংবেদনশীল ত্বকের দেখভাল করে।
ঠান্ডা আবহাওয়ায় ত্বকের শুষ্কতার সঙ্গে লড়াই করে টক দই ও ওটস। ১ চামচ ওটস ২ চামচ দইয়ের সঙ্গে মিশিয়ে ফেস মাস্ক বানিয়ে নিন।
এই ফেসপ্যাক ত্বকের উপর লাগান এবং হালকা হাতে ৪-৫ মিনিট মালিশ করুন। এরপর ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
শীতভর সর্দি-কাশিতে ভোগেন? একটু ঠান্ডা লাগলেই গলা ব্যথা শুরু হয়ে যায়? এসব সমস্যা থেকে মুক্তি দিতে পারে যষ্টিমধু।
আরও পড়ুন