3 January 2024

কোল্ড ক্রিম শেষ? যা করবেন...

credit: istock

TV9 Bangla

শীতের দিন এক মুহূর্ত থাকা যায় না কোল্ড ক্রিম ছাড়া। একবেলা ময়েশ্চারাইজার না মাখলেই চামড়া শুকিয়ে যায়, খড়ি ফুটে ওঠে।

কিন্তু হঠাৎ করে কোল্ড ক্রিম শেষ হয়ে গেলে কী করবেন? কোন উপাদান দিয়ে ত্বকের আর্দ্রতা বজায় রাখবেন? রইল সহজ সমাধান।

প্রাকৃতিক উপাদান অনেক বেশি কার্যকর হয় বাজারচলতি প্রসাধনীর থেকে। তার সঙ্গে একবার মাখলেই ত্বকের জেল্লা ফিরে আসে।

হাতের কাছে রাখুন গ্লিসারিন, দুধ ও গোলাপ জল। এই তিনটি প্রাকৃতিক উপাদান এবং এগুলো দিয়েই বানানো যায় কোল্ড ক্রিম।

২ চামচ কাঁচা দুধ বা দুধের সর নিন। এতে ১/২ চামচ গোলাপ জল এবং কয়েক ফোঁটা গ্লিসারিন মিশিয়ে নিন। তৈরি কোল্ড ক্রিম।

হালকা ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিন। এরপর এই কোল্ড ক্রিম নিয়ে সারা মুখে লাগিয়ে নিন এবং হালকা হাতে মালিশ করুন।

এরপর ৪-৫ মিনিট অপেক্ষা করুন। পুনরায় এই কোল্ড ক্রিম নিয়ে মুখে মালিশ করুন। এরপর ভিজে কাপড় দিয়ে মুখে মুছে নিন।

এই মিশ্রণটি আপনি প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্যবহার করতে পারেন। এতে ত্বকের আর্দ্রতা ও কোমলভাব শীতজুড়ে বজায় থাকবে।