হেয়ার স্পায়ের খরচ বাঁচান 

28 August 2023

নির্দিষ্ট সময় অন্তর হেয়ার স্পা করানো জরুরি। এতে সহজেই সুন্দর চুল পাওয়া যায়। পাশাপাশি এড়ানো যায় চুলের যাবতীয় সমস্যা।

হেয়ার স্পা করাতে গেলে ম্যাসাজ, স্টিম ও হেয়ার মাস্ক দরকার। এই কাজটা বাড়িতেই সেরে ফেলা যায়। কীভাবে, রইল সেই টিপস।

নারকেল তেলের সঙ্গে অ্যালোভেরা জেল ২ চামচ মধু ও শিয়া বাটার মিশিয়ে দিন। এতে একটা ডিম মেশান। তৈরি হেয়ার স্পা ক্রিম।

স্পা ক্রিম বানিয়ে নেওয়ার পর এবার পালা হেয়ার স্পা করার। প্রথমে শ্যাম্পু করে নিন। তারপর শুকনো করে চুল মুছে নিন। 

ভিজে চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত ভাল করে চুলে ওই হেয়ার স্পা ক্রিম লাগিয়ে নিন। চুলের কোনও অংশ যেন বাদ না যায়। 

হাতে অল্প হেয়ার স্পা ক্রিম নিয়ে স্ক্যাল্পে ভাল করে মালিশ করুন। হালকা হাতে ভাল করে ১৫-২০ মিনিট ম্যাসাজ করবেন। 

এরপর চুলে চুলে গরম ভিজে তোয়ালে জড়িয়ে রেখে দিন। এই অবস্থায় প্রায় ৪৫ মিনিট থাকতে হবে। এটি স্টিমিংয়ের কাজ করবে। 

৪৫ মিনিট হেয়ার ক্রিম লাগানোর পর চুল ধুয়ে নিন। ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। এরপর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করবেন। 

ওজন কমাতে চাইলে লাঞ্চে খেতে পারেন চিকেন স্যালাদ। অল্প উপকরণ এবং কম সময়ে তৈরি করা চিকেন স্যালাদ।