পুজোর পর ত্বকের হাল ফেরান
24 October 2023
পুজোর সময় ত্বকের উপরও ধকল চায়। মেকআপ, খাওয়া-দাওয়া, ঘুমের অভাব, ক্লান্তি সবকিছুই ত্বকের বারোটা বাজিয়ে দেয়।
পুজো শেষে ত্বকের হাল ফিরিয়ে আনা জরুরি। নাহলেই বাড়বে ত্বকের ব্রণ, প্রদাহের সমস্যা। চোখের নীচে পড়বে চওড়া কালি।
ত্বকের স্বাস্থ্য ফেরাতে কাজে আসতে পারে বরফ। বরফ ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। এতে ত্বকের সমস্যা ধীরে-ধীরে কমে যায়।
বরফ বসানর সময় জলে প্রাকৃতিক উপাদান মিশিয়ে দিতে পারেন। এতে যে বরফ তৈরি হবে, তা আপনার ত্বকের জন্য আরও উপকারী।
তুলসী পাতা বেটে নিয়ে জলে গুলে নিন। এতে অ্যালোভেরা জেল মিশিয়ে ফ্রিজে রেখে দিন। বরফ তৈরি হয়ে গেলে মুখে ঘষে নিন।
অ্যালোভেরা জেল ত্বকের অতিরিক্ত তেল শুষে নেয়, ব্রণর সমস্যা দূর করে। তুলসী পাতাও ত্বককে ঠান্ডা করে। এটি ট্যানও তুলে দেয়।
শসা মিক্সিতে পেস্ট করে নিন। এতে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিয়ে বরফ জমিয়ে নিন। এটি ব্রণ, লালচে ভাব দূর করবে।
শসার আইস কিউব ত্বকের প্রদাহ কমায়। এটি ত্বককে ঠান্ডা করে। ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে ভিতর থেকে জেল্লা বাড়িয়ে তোলে।
আরও পড়ুন