বাড়িতে বানান তৈলাক্ত ত্বকের ময়েশ্চারাইজ
23 November 2023
শীতকাল এলে ত্বকের বাড়তি যত্ন নেওয়ার দরকার পড়ে। তৈলাক্ত ত্বক হলেও এই শুষ্ক আবহাওয়ায় তার খেয়াল রাখতে হবে।
শীতকালে ত্বক দ্রুত শুকিয়ে যায়। তাই ভারী ময়েশ্চারাইজ ব্যবহার করতে হয়। কিন্তু তৈলাক্ত ত্বকে খুব বেশি ক্রিম ব্যবহার করা চলে না।
ত্বক তৈলাক্ত হলেও তার আর্দ্রতার প্রয়োজন। তাই ভারী ফেস ক্রিম না হলেও তৈলাক্ত ত্বকে ময়েশ্চারাইজ ব্যবহার করা জরুরি।
তৈলাক্ত ত্বকের আর্দ্রতা বজায় না রাখলে এতে দাগছোপ, ব্রণর সমস্যা বাড়বে। পাশাপাশি ত্বক নিস্তেজ হয়ে পড়বে।
তৈলাক্ত ত্বকের আর্দ্রতা ধরে রাখতে বাজারচলতি সবধরনের ফেস ক্রিম সেরা ফল দেয় না। হালকা ময়েশ্চারাইজই বেছে নিতে হয়।
তৈলাক্ত ত্বকের আর্দ্রতা ধরে রাখতে আপনি হোমমেড ময়েশ্চারাইজ বেছে নিতে পারেন। এতে ত্বকের তেলতেলে ভাব বাড়বে না।
১০০ মিলি গোলাপ জলের সঙ্গে ১ চামচ গ্লিসারিন মিশিয়ে বোতলে ভরে রাখুন। ব্যস, তৈরি তৈলাক্ত ত্বকের ময়েশ্চারাইজ।
মুখ ধোয়ার পর আপনি এই হোমমেড ময়েশ্চারাইজ ত্বকে মাখতে পারেন। এই ময়েশ্চারাইজ শুষ্কতা হাত থেকে ত্বককে রক্ষা করবে।
আরও পড়ুন