1 January 2024
৪০০ টাকা বাঁচিয়ে বাড়িতে সিরাম বানান
credit: istock
TV9 Bangla
ভিটামিন সি সিরাম ছাড়া এক মুহূর্ত চলে না। কিন্তু বাজারে ভিটামিন সি সিরামের দাম প্রায় ৪০০ টাকার কাছাকাছি।
এই ৪০০ টাকা সিরামের পিছনে ব্যয় না করে সঞ্চয় করতে পারেন। আর এক টাকাও না খরচ করে ভিটামিন সি সিরাম বাড়িতে বানিয়ে নিন।
যেহেতু এখন শীতকাল, চলছে কমলালেবু খাওয়া মরশুম। কিন্তু কমলালেবু খেলে খোসা ফেললে চলবে না। এটা দিয়েই তৈরি হবে সিরাম।
কমলালেবুর খোসা রোদে শুকিয়ে গুঁড়ো করে নিন। এই উপাদানটি সংরক্ষণ করলে রূপচর্চায় নানা উপায়ে ব্যবহার করতে পারবেন।
একটি পাতে কমলালেবুর খোসার গুঁড়ো নিন। এতে পরিমাণ মতো অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। এরপর এতে গ্লিসারিন মিশিয়ে নিন।
একদম শেষে এই মিশ্রণে ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস মিশিয়ে নিন। এই মিশ্রণটি মিক্সিতে খুব ভাল করে ব্লেন্ড করে নিন।
সিরাম তৈরি হয়ে গেলে এতে কয়েক ফোঁটা অরেঞ্জ এসেনশিয়াল অয়েল মেশান। এবার হোমমেড সিরাম কাচের শিশিতে ঢেলে রাখুন।
দিনে দু'বার হোমমেড সিরাম ব্যবহার করুন। মুখে সিরাম লাগিয়ে হালকা হাতে মালিশ করুন। এই সিরাম ত্বকের জেল্লা বাড়িয়ে তুলবে।
আরও পড়ুন