13 December 2023
যে এক্সফোলিয়েটরে বাড়বে জেল্লা
credit: istock
TV9 Bangla
ত্বককে ময়েশ্চারাইজ করাই যথেষ্ট নয়। তাকে এক্সফোলিয়েট করাও জরুরি। অন্যথায়, শুষ্ক ত্বকের সমস্যা কখনওই পিছু ছাড়বে না।
এক্সফোলিয়েশন ত্বকের গভীরে জমে থাকা ময়লা, জীবাণু পরিষ্কার করে। এতে ত্বক অক্সিজেন পায় এবং ময়েশ্চারাইজ শোষণ করতে পারে।
দুটি উপায়ে আপনি ত্বককে এক্সফোলিয়েট করতে পারেন। একটি হল কেমিক্যাল এক্সফোলিয়েটর এবং অপরটি ফেস স্ক্রাব।
বিভিন্ন ধরনের অ্যাসিডযুক্ত সিরাম ত্বকের উপর কেমিক্যাল এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে। কিন্তু বাড়িতে এগুলো বানানো যায় না।
হোমমেড এক্সফোলিয়েটরের খোঁজে থাকলে আপনাকে ফেস স্ক্রাবের সাহায্য নিতে হবে। এগুলোও মৃত কোষ দূর করে দেয়।
লেবু ও চিনি দিয়ে ফেস স্ক্রাব বানিয়ে নিতে পারেন। লেবুর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ত্বকের সমস্ত দাগছোপ দূর করে দেয়।
২ চামচ চিনির সঙ্গে ৪ চামচ লেবুর রস খোসা মিশিয়ে দিন। তার সঙ্গে লেবুর খোসার গুঁড়োও মেশাতে পারেন। তৈরি ফেস স্ক্রাব।
দিনের শুরুটা বেশিরভাগ মানুষের চা দিয়ে হয়। এবার দিনের শেষটাও ক্যামোমাইলের চা দিয়ে করুন। মিলবে উপকারিতা।
আরও পড়ুন