20 December 2023

ট্যালকম পাউডার বানান বেকিং সোডা দিয়ে

credit: istock

TV9 Bangla

বেকিং সোডা শুধু যে হেঁশেলের কাজে আসে, তা নয়। রূপচর্চার দুনিয়াতেও বেকিং সোডার জুড়ি মেলা ভার। জানতেন কি?

বেকিং সোডা দিয়ে আপনার চুল আর ত্বকের নানা পরিচর্যার কাজ করতে পারেন। ঘরোয়া রূপটান তৈরি করা যায় বেকিং সোডা দিয়ে।

নারকেল তেলের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে পেস্ট বানিয়ে নিন আপনি প্রতিদিন গায়ে মাখতে পারেন। এতে ট্যানমুক্ত ত্বক পাবেন।

নারকেল তেলের সঙ্গে বেকিং সোডা মাখলে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে। পাশাপাশি ত্বকে জমে থাকা মৃত কোষ পরিষ্কার হয়ে যায়।

বেকিং সোডা মাখলে গায়ের দুর্গন্ধও দূর হয়ে যায়। এমনকি আপনি বেকিং সোডা দিয়ে ডিওডোরেন্ট বানিয়ে নিতে পারেন। 

এক চামচ বেকিং সোডার সঙ্গে কয়েক ফোঁটা জল মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। এবার এই মিশ্রণটি আন্ডারআর্মসে লাগিয়ে নিন।

মিশ্রণটি শুকিয়ে গেলে হালকা হাতে ঘষে নিয়ে ধুয়ে ফেলুন। এতে ঘাম গন্ধ দূর হবে। পাশাপাশি ট্যালকম পাউডারও বানিয়ে নিতে পারেন। 

১ ভাগ বেকিং সোডার সঙ্গে ৬ ভাগ কর্ন স্টার্চ মিশিয়ে নিন। এই মিশ্রণটি আন্ডারআর্মসে ট্যালকম পাউডার হিসেবে ব্যবহার করতে পারেন।