মুখে মাখুন হলুদের ফেস ক্রিম
19 November 2023
শীতকাল এলেই ত্বকের সমস্যা জাঁকিয়ে বসে। শুষ্ক ত্বক, র্যাশ, অ্যালার্জির সমস্যা বেড়ে চলে। এই অবস্থায় কাজে আসে হলুদ।
হলুদের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান রয়েছে। হলুদ ত্বকের প্রদাহ ও সংক্রমণ কমাতে সাহায্য করে।
হলুদ ব্যবহার করলে আপনি ত্বকের সমস্যা সহজেই রুখে দিতে পারবেন। কিন্তু শুষ্ক ত্বকের সমস্যা ঠেকাতে কী করবেন?
শুষ্ক ত্বকের সমস্যায় ময়েশ্চারাইজারই শেষ কথা। ময়েশ্চারাইজার ত্বকের আর্দ্রভাব বজায় রাখে। পাশাপাশি ত্বকের সমস্যা কমায়।
ময়েশ্চারাইজারের সঙ্গেই হলুদ ব্যবহার করতে পারেন। হলুদ দিয়ে ফেস ক্রিম বানিয়ে নিলেই ত্বকের সমস্যা রুখে দিতে পারবেন।
৫ চামচ শিয়া বাটার ও ৪ চামচ নারকেল তেল গলিয়ে নিন। এর সঙ্গে ১ চামচ বিসওয়্যাক্সও গলিয়ে নিন এবং একসঙ্গে মিশিয়ে দিন।
এবার এই মিশ্রণে ১ চামচ হলুদের তেল এবং ৭-৮ ফোঁটা লবঙ্গ এসেনশিয়াল অয়েল মেশান। শেষে ৫ চামচ জল মেশান।
উপকরণগুলো একসঙ্গে ব্লেন্ড করে নিলেই তৈরি হলুদের ফেস ক্রিম। এই ফেস ক্রিম ফ্রিজে সংরক্ষণ করুন এবং শীতে ব্যবহার করুন।
আরও পড়ুন