লিপ বাম শেষ? হলুদ আছে তো হেঁশেলে!
11 November 2023
শীতকাল এখনও হাজির হয়নি। কিন্তু তার আগে ঠোঁটের চারপাশ শুকিয়ে যাচ্ছে। শীত এলেই ঠোঁট ফাটার সমস্যা আরও বাড়বে।
ঠোঁটের যত্নে সর্বকালের সেরা লিপ বাম। পেট্রোলিয়াম জেল যুক্ত লিপ বাম, ঠোঁটের যত্ন নেন। ঠোঁট ফাটাকে প্রতিরোধ করে।
বাজারে বিভিন্ন ধরনের লিপ বাম পাওয়া যায়। কিন্তু ত্বকের যত্নে সবসময় সেরা ফল এনে দেয় হলুদ। ঠোঁটের ক্ষেত্রে হলুদ কার্যকর।
হলুদের অনেকরকম উপকারিতা আছে। ঠোঁটের যত্নে হলুদের লিপ বাম ব্যবহার করতে পারেন। এটি ঠোঁটের কালচে ভাব দূর করবে।
সামান্য উপাদান দিয়ে বাড়িতে হলুদের লিপ বাম বানাতে পারেন। এটি ঠোঁটকে নরম ও হাইড্রেট রাখবে। ফাটা ঠোঁটের সমস্যাও কমবে।
এক চামচ গ্লিসারিনের সঙ্গে দু'চামচ পেট্রোলিয়াম জেলি, এক চামচ মধু, এক চিমটে হলুদ গুঁড়ো এবং দু'ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে নিন।
লিপ বামের এই মিশ্রণটি ব্লেন্ড করে ছোট ছোটো কৌটোয় ভরে রাখুন। এই মিশ্রণটি ৩-৪ ঘণ্টা ফ্রিজে রেখে দিলেই তৈরি লিপ বাম।
বাড়িতে তৈরি হলুদের লিপ বাম আপনি ১০ দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন। এটি ফাটা ঠোঁটের সমস্যা থেকে দু'দিনে মুক্তি দেবে।
আরও পড়ুন