চুল বাড়ছে না? চাল ধোয়া জল স্প্রে করুন

30 August 2023

কোরিয়ান স্কিন কেয়ারের ফ্যান আজ সারা দুনিয়া। এই কে-বিউটির অন্যতম জনপ্রিয় উপাদান হল রাইস ওয়াটার বা চাল ধোয়া জল।

রাইস ওয়াটার আপনাকে ঘন, মসৃণ ও বাউন্সি চুল পেতে সাহায্য করে। নিয়মিত রাইস ওয়াটার ব্যবহার করলে লম্বা ও মজবুত চুল পাবেন।

রাইস ওয়াটারের মধ্যে প্রয়োজনীয় মিনারেল, ভিটামিন বি, সি এবং ই, অ্যান্টিঅক্সিডেন্ট, ফলিক অ্যাসিড এবং ম্যাগনেশিয়াম রয়েছে।

রাইস ওয়াটারের মধ্যে রয়েছে অ্যামিনো অ্যাসিড ও নিয়াসিন।তাই চুলের বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাইস ওয়াটার। 

এক মুঠো চাল জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। জলটা ঘোলাটে হয়ে গেলে ছেঁকে নিন। এই জলটা ১২ ঘণ্টার জন্য একটা পাত্রে রেখে দিন।

রাইস ওয়াটার ভরে রাখতে পারেন স্প্রে বোতলেও। আপনি রাইস ওয়াটার ফ্রিজে সংরক্ষণ করুন। এটি দীর্ঘদিন পর্যন্ত ভাল থাকবে। 

শ্যাম্পু করার আগে চুলে ও স্ক্যাল্পে ভাল করে এই রাইস ওয়াটার স্প্রে করুন।  এরপর হালকা হাতে স্ক্যাল্পে ভাল করে ম্যাসাজ করুন।

কিছুক্ষণ রাখার পর শ্যাম্পু করে নিন। তারপর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করবেন। ভেষজ শ্যাম্পু ব্যবহার করলে ভাল ফল পাবেন। 

সপ্তাহে একদিন এই রাইস ওয়াটার ব্যবহার করলে আপনার চুলের যাবতীয় সমস্যা কমে যাবে। ফিরে পাবেন চুলের হারানো জেল্লা।