6 July 2024
শ্যাম্পু করার সময় এই সব ভুল চুলের মারাত্মক ক্ষতি করে
TV9 Bangla
চুলকে পরিষ্কার ও সুন্দর করে তুলতে শ্যাম্পু করতে হয়। বড় চুল যাঁদের সাধারণত মহিলাদের শ্যাম্পু করার যথেষ্ট হ্যাপা রয়েছে।
শ্যাম্পুর করার সময় বা আগে-পরে কিছু কাজ ভুলেও করতে নেই। সেই সব কাজ করলে আপনার অজান্তেই চুলের ক্ষতি হয়ে যায়।
শ্যাম্পু করার আগে অনেক মহিলা চুলে তেল দেন। কিন্তু চুলে ময়লা থাকলে তেল দেবেন না।
চুলে সরাসরি শ্যাম্পু দেবেন না। চুল প্রথমে ভালো করে ভিজিয়ে নিয়ে তার পর শ্যাম্পু করুন।
চুলের ময়লা পরিষ্কারের জন্য ভুলেও জোরে জোরে ঘষবেন না। চুলের প্রতি ব্যবহার হতে হবে কোমল।
শ্যাম্পুর পর চুলের গোড়ায় কন্ডিশনার দেবেন না। কন্ডিশনার দেবেন চুলের আগায়।
শ্যাম্পু হয়ে যাওয়ার পর চুল মুছবেন ধীরে ধীরে। জোরে জোরে নয়। এমনকি গামছা দিয়ে চুল ঝাড়াও উচিত নয়।
সব শেষে চুল ভিজে থাকা অবস্থায় আঁচড়াবেন না। আগে চুল ভালো করে শুকিয়ে নিন। তার পর আঁচড়ান।
Learn more