হালকা মেকআপে সেজে উঠুন

15 October 2023

মেকআপ অনেকে মেয়েরই অপছন্দ। তবে, পুজোর কয়েকদিন হালকা মেকআপ করলে ত্বকেও আসে সতেজতা। শুধু জানতে হবে মেকআপ করার উপায়।

ত্বক পরিষ্কার করে তারপর মেকআপ করা শুরু করুন। প্রথমে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। এছাড়া স্ক্রাবও করতে পারেন।

মুখ পরিষ্কার করার পর ত্বকে টোনার এবং ময়েশ্চারাইজ়ার মেখে নিন। সকালে বেরোলে মুখে সানস্ক্রিনও মাখতে পারেন।

নতুন জামাকাপড় পরে মেকআপ করতে বসুন। ভারী ফাউন্ডেশনের বদলে বিবি বা সিসি ক্রিম কিংবা কনসিলার ব্যবহার করতে পারেন।

কনসিলার দিয়ে মুখের সমস্ত দাগছোপ ঢেকে ফেলুন। নাক বা ঠোঁটের পাশে যাতে ঘাম না হয়, তাই পাউডার দিয়ে সেট করে নিন।

গালের দু'পাশে লালচে আভা পেতে ব্লাশ ব্যবহার করতে পারেন। এছাড়া লিপ টিন্ট বা লিপস্টিক দিয়েও কাজ চালিয়ে নিতে পারেন।

ভুরু এঁকে নেওয়া জরুরি। এরপর চোখে কাজল পরে নিন। কাজল পছন্দ না হলে, চোখের উপরের পাতায় আইলাইনার পরতে পারেন।

এরপর চোখের পাতায় মাস্কারা লাগিয়ে নিন। লিপ লাইনার দিয়ে ঠোঁট এঁকে নিন। ন্যুড বা হালকা শেডের লিপস্টিক পরে দিন।