মুখে লালচে ফোলাভাব? দূর করবেন যেভাবে
07 November 2023
রোমকূপের মুখ বন্ধ হয়ে গেলেই দেখা দেয় ফোঁড়া। অনেকেই ভাবেন ব্রণ, পিম্পেল হচ্ছে। কিন্তু আদতে এই র্যাশ হল ফোঁড়া।
অনেক সময় মুখে ওয়্যাক্স করানোর পর রোমকূপের মুখ বন্ধ হয়ে যায়। তখনই চামড়া লাল হয়ে ফুলে ওঠে, তার বিষ ব্যথা হতে থাকে।
অনেক ক্ষেত্রে ধুলোবালি জমেও রোমকূপের মুখ বন্ধ হয়ে যায় এবং এই সমস্যা দেখা দেয়। এই অবস্থায় কাজে আসে ঘরোয়া টোটকা।
অনেক ফোঁড়াকে ব্রণ ভেবে ভুল করলেও ক্ষতি নেই। কারণ এর উপর টি ট্রি অয়েল লাগিয়ে প্রদাহ ও সংক্রমণ দূর করতে পারবেন।
এমনকি এই ধরনের ফোঁড়ার উপর হলুদের পেস্ট লাগালেও উপকার পাওয়া যায়। এটি ত্বকের প্রদাহ এবং ফোঁড়ার ফোলাভাব কমিয়ে দেয়।
বাড়াবাড়ি না হলে আপনি ফোঁড়ার উপর গরম সেঁক দিতে পারেন। এতে ভিতর জমে থাকা পুঁজ বেরিয়ে যায় এবং ফোলাভাব কমে যায়।
ব্রণ দূর করতে যেমন নিমের পেস্ট লাগান, একইভাবে ফোঁড়ার উপরও নিমের প্রলেপ দিতে পারেন। এটি সংক্রমণ কমাতে পারে।
রোমকূপের মুখ বন্ধ হয়ে ফুলে যাওয়া খুব সাধারণ ঘটনা। এক্ষেত্রে গরম জলে এপসম সল্ট বা সাধারণ নুন মিশিয়ে ঘন ঘন ড্রেসিং করুন।
আরও পড়ুন