ঠোঁটে সানবার্ন? সমাধান লিপ বাম

21 August 2023

রোদে শুধু যে হাত-পা, মুখ পোড়ে, তা নয়। এমনকী ঠোঁটও পুড়তে পারে সূর্যের ক্ষতিকারক রশ্মির প্রভাবে। জানতেন?

সূর্যের অতিবেগুনি রশ্মি ঠোঁটের উপরও মারাত্মক প্রভাব ফেলে। এর জেরে ঠোঁট শুষ্ক হয়ে যায় এবং ফাটতে থাকে। 

ফাটা ঠোঁটের যত্নে বেশিরভাগ মানুষ লিপ বাম, পেট্রোলিয়াম জেল ব্যবহার করেন। এতে ঠোঁটের আর্দ্রভাব বজায় থাকে।

কিন্তু রোদের হাত থেকে ঠোঁটকে বাঁচানোর ক্ষেত্রে লিপ বাম যথেষ্ট নয়। মানতে হবে আরও কিছু নিয়ম। এতে ঠোঁট কোমলও থাকবে।

আজকাল সারা বছর ঠোঁটে লিপ বাম লাগানো হয়। ঠোঁটের যত্নে এমন লিপ বাম ব্যবহার করুন, যার মধ্যে এসপিএফ রয়েছে। 

ঠোঁটে ব্যথা, জ্বালাভাব অনুভব করলে ঠোঁটের উপর বরফ ঘষুন। এতে ঠোঁটের ট্যান ও ব্যথা নিমেষে দূর হয়ে যাবে। 

ঠোঁটে রক্ত সঞ্চালন সচল থাকলে সহজেই কালো ছোপ এড়ানো যায়। এক্ষেত্রে লিপ বাম ও বরফ দুটোই দারুণ উপযোগী।

এছাড়া আপনি ঠোঁটের উপর তাজা অ্যালোভেরা জেল লাগাতে পারেন। এটি ঠোঁটের উপর অতিরিক্ত সুরক্ষা প্রদান করবে। 

রোদে বেরোলে লিপ বাম ছাড়া গাঢ় রঙের লিপস্টিক লাগাতে পারেন। এতে সানবার্নের সমস্যা সহজেই এড়ানো যায়।