এই ৪ উপাদানে ভুরু ঘন হবে দু'দিনে

19 September 2023

প্রতিমাসে অনেকেই পার্লারে গিয়ে আইব্রো থ্রেড করে আসেন। ভুরুর আকৃতিও আপনার মুখের সৌন্দর্য গঠনে ভূমিকা পালন করে।

পাতলা ভুরু হলে, তা থ্রেড করলেও লুকের খুব বেশি অদল-বদল হয় না। বরং, ঘন ভুরুই আসল সৌন্দর্য ফুটিয়ে তোলে। 

আজকাল মোটা ভুরুই ফ্যাশন। তাই অনেকেই ভুরু প্রতিস্থাপনের সাহায্য নেন। কিন্তু আপনি ঘরোয়া টোটকাতেই ভুরু ঘন করতে পারেন।

প্রাকৃতিক উপায়ে ভুরু মোটা করলে সময় লাগে অনেক। কিন্তু ঘরোয়া টোটকাতে ভুরু ঘন করলে তার কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

ভুরু উপর ক্যাস্টর অয়েল লাগান। একটু চটচটে ভাব থাকলেও ক্যাস্টর অয়েল দ্রুত গতিতে আপনাকে সেরা ফলাফল এনে দেয়।

ক্যাস্টর অয়েল না পসন্দ হলে, ভুরুতে নারকেল তেলও লাগাতে পারেন। নারকেল তেলও ভুরু ঘন করতে দারুণ উপযোগী। 

তৈলাক্ত ত্বকে অনেকেই ত্বকে তেল মাখতে চান না। এক্ষেত্রে ভুরুতে রোজ ৩০ মিনিট করে অ্যালোভেরা জেল লাগিয়ে রাখুন। 

চুলের বৃদ্ধিতে যেমন পেঁয়াজের তেল মাখেন, তেমনই ভুরুতেও পেঁয়াজের রস লাগান। ১৫ মিনিট লাগিয়ে ধুয়ে ফেললেই কাজ শেষ।