রং করানোর পর চুলের যত্নে যে নিয়ম মানবেন

27 September 2023

পুজোর আগে চুলে স্টাইল করানো নতুন বিষয় নয়। কেউ কেরাটিন ট্রিটমেন্ট করান, আবার কেউ চুলের জন্য বেছে নেন নতুন রং। 

চুলে রং করালে লুকেও বদল আসে। কিন্তু হাজারখানেক টাকা খরচ করার পর যদি দু'মাসও রং না টেকে, তাহলে কী করবেন?

চুলের রং টেকসই করতে গেলে আপনাকেই তার পরিচর্যা করতে হবে। রং করানোর পর কীভাবে চুলের যত্ন নেবেন, রইল টিপস। 

রং করার পর চুলে ঘন ঘন শ্যাম্পু করবেন না। চুলে রং ধরতে সময় লাগে। তার আগেই যদি শ্যাম্পু করে ফেলেন রং বেশিদিন টিকবে না।

কিন্তু চুলে শ্যাম্পু করতেই হবে। তাই সালফেট-মুক্ত শ্যাম্পু বেছে নিন। রঙের জন্য বিশেষ শ্যাম্পু পাওয়া যায়। সেটা ব্যবহার করতে পারেন। 

চুলে রং করানোর পর মাথায় গরম জল ঢালবেন না। গরম জল চুলের আর্দ্রতা কেড়ে নেয়, পাশাপাশি চুলের রংকে ফিকে করে দেয়।

রং করা চুলে ব্লো ড্রায়ার, হেয়ার স্ট্রেটনার, কার্লার ইত্যাদি ব্যবহার করবেন না। চুলে তাপ ব্যবহার করলে রং দ্রুত নষ্ট হয়ে যাবে। 

রং সারাজীবন থাকবে না। একটা সময়ের পর ফিকে হবেই। কিন্তু দীর্ঘস্থায়ী করার জন্য হেয়ার মাস্ক ব্যবহার করুন। স্পাও করাতে পারেন।