ফেসপ্যাক নয়, স্পট ট্রিটমেন্টেই কমবে ব্রণ
10 September 2023
তৈলাক্ত ত্বকে সারা বছরই কম-বেশি ব্রণর সমস্যা লেগে থাকে। ব্রণ ফুলে ওঠে। তার সঙ্গে লালচে ভাব, ব্যথায় ত্বকের আরও বেহাল দশা হয়।
ব্রণর সমস্যাকে নিয়ন্ত্রণ করতে অনেকেই নামীদামি পণ্য বেছে নেন। আবার কেউ কেউ ঘরোয়া প্রতিকার ও আয়ুর্বেদের সাহায্য নেন।
ঘরোয়া প্রতিকারের মাধ্যমে ব্রণ তাড়াতে ফেসপ্যাক ব্যবহার করা হয়। কিন্তু স্পট ট্রিটমেন্টের সাহায্য নিলে দ্রুত ব্রণ থেকে মুক্তি পেতে পারেন।
স্পট ট্রিটমেন্টে মুখে প্যাক লাগানোর দরকার নেই, শুধু ব্রণর ভেষজ উপাদান উপরে লাগালেই কাজ হবে। এতে ব্রণর দাগও দূর হয়ে যায়।
কাঁচা হলুদ ও তুলসি পাতা একসঙ্গে বেটে নিন। এবার এই মিশ্রণটি মুখের উপর লাগান। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলবেন।
কাঁচা হলুদ ও তুলসি পাতা বেটে ফ্রিজে রেখে দিন। প্রতিদিন ৩০ মিনিট করে ব্রণর উপর এটি লাগালে ব্যথা, জ্বালাভাব সব দূর হবে।
গোলাপ জল দিয়ে নিম পাতা বেটে ব্রণর উপর লাগাতে পারেন। এই মিশ্রণটিও কাঁচা হলুদ ও তুলসির মতো ব্রণ তাড়াতে কার্যকর।
ব্রণর উপর এক চিমটে মধু লাগিয়ে রাখতে পারেন। কিন্তু মধু খাঁটি হওয়া চাই। দিনে অন্তত ২-৩ বার লাগালে ব্রণর ফোলাভাব কমবে।
ব্রণ উপর অ্যালোভেরা জেল লাগাতে পারেন। এর অ্যান্টিব্যাকটেরিয়া গুণ ব্রণর ব্যথা, ফোলাভাব সব কিছু কমিয়ে দেবে।
আরও পড়ুন