কপাল আর নাকের দু'পাশ তৈলাক্ত হলে বুঝবেন আপনার কম্বিনেশন স্কিন।
কম্বিনেশন স্কিনের ব্যক্তিরা বেশিরভাগ ক্ষেত্রে তৈলাক্ত ত্বকের পণ্য ব্যবহার করেন।
কিন্তু কম্বিনেশন স্কিনকে ভাল রাখতে ঘরোয়া টোটকার সাহায্য নিন।
১ চামচ টক দইয়ের সঙ্গে মধু ও গোলাপ জল মিশিয়ে মুখে লাগান।
এই ফেসপ্যাক আপনার টি জোনের তৈলাক্ত ভাবকে নিয়ন্ত্রণে রাখবে।
ভেজানো আমন্ডের পেস্ট বানিয়ে নিন। এতে যোগ করুন ওটস।
এই ফেসপ্যাকে দই ও মধু মিশিয়ে মুখে মাখুন। কমবে তেলতেলে ভাব।
মুলতানি মাটির সঙ্গে চন্দন গুঁড়ো ও গোলাপ জল মিশিয়েও মাখতে পারেন।
এই ফেসপ্যাক আপনার টি জোনের তেলতেলে ভাবকে কমিয়ে দেবে।