10 January 202
4
চন্দনের সুবাসে ত্বক ফর্সা হবে
credit: istock
TV9 Bangla
চন্দনের সুবাস মন কেড়ে নেয়। এক নিমেষে মনে তরতাজা ভাব এনে দেয়। একইভাবে, চন্দন ত্বকেও এনে দেয় প্রাকৃতিক উজ্জ্বলতা।
ত্বকের যত্নে চন্দনের জুড়ি মেলা ভাল। ত্বক থেকে ফর্সা করা থেকে শুরু করে ত্বকের বিভিন্ন সমস্যা কমাতে সাহায্য করে চন্দন।
একজিমা ও সোরিয়াসিসের মতো সমস্যার সঙ্গে লড়াই করতে সাহায্য করে চন্দন। পাশাপাশি বলিরেখা প্রতিরোধ করে এই উপাদান।
নিয়মিত চন্দন ব্যবহারের ফলে ত্বকের যাবতীয় দাগছোপ দূর হয়ে যায়। পাশাপাশি সূর্যালোকের হাত থেকেও ত্বককে রক্ষা করে।
ব্রণ হোক বা শুষ্ক ত্বক, চন্দনের ফেসপ্যাক ব্যবহার করলে উপকার পাবেন ১০০ শতাংশ নিশ্চিত। কীভাবে বানাবেন ফেসপ্যাক, রইল টিপস।
১ চামচ চন্দন গুঁড়ো ও ১ চামচ মুলতানি মাটি নিন। এতে ১ চামচ গোলাপ জল ও টমেটোর রস মিশিয়ে নিন। তৈরি ফেসপ্যাক।
এছাড়া চন্দনের গুঁড়োর সঙ্গে কমলালেবুর খোসার গুঁড়ো মিশিয়ে নিন। এতে পরিমাণমতো গোলাপ জল মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন।
সপ্তাহে একদিন করে এই দুই ফেসপ্যাক ব্যবহার করুন। ১৫ মিনিট করে ত্বকে রাখুন, তারপর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
আরও পড়ুন