মুখের অতিরিক্ত লোম নিয়ে চিন্তা এবার ভ্যানিশ

31 August 2023

মুখে-হাতে পায়ে লোম থাকবে এটাই স্বাভাবিক। লোম ত্বককে অনেক কিছুর হাত থেকে রক্ষা করে, রোদ-বৃষ্টির হাত থেকে রক্ষা করে

তবে হাত-পা ভর্তি লোম থাকলে দেখতে মোটেই ভাল লাগে না। অনেকেই তাই হাত-পায়ের লোম তুলে রাখেন, এছাড়াও হাতের লোম পরিষ্কার না করলে দেখতে মোটেই ভাল লাগে না

যে কারণে অনেকেই ওয়্যাক্সিং করেন নিয়মিত ভাবে। তবে মুখের ওয়্যাক্সিং করা একটু কঠিন ব্যাপার, কারণ এদিক-ওদিক হলেই বিপত্তি

আর মুখে ওয়্যাক্সিং করতে বেশ কষ্টও হয়। কষ্ট করে মুখে ওয়্যাক্সিং না করাই ভাল। মুখে লোম বেশি থাকলে মানুষ হীনমন্যতায় ভোগেন  

তাই রইল দারুণ একটি টিপস। এভাবে কষ্ট করে ওয়্যাক্স না করে বাড়িতেই বানিয়ে নিন স্পেশ্যাল এই স্ক্রাব। এর ফলে মুখের সব লোম উঠে যাবে আর মুখ অনেক পরিষ্কারও লাগবে

বাড়িতে থাকা ওটস প্রথমে গুঁড়ো করে নিন। এর মধ্যে সামান্য মধু মিশিয়ে প্যাক বানিয়ে নিতে হবে, এবার তা প্যাক বানিয়ে মুখে ভাল করে লাগিয়ে রাখতে হবে। শুকোলে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন

চিনি আর লেবুর রসও খুব ভাল কাজ করে। এই দুই উপকরণ ভাল করে মিশিয়ে স্ক্রাব বানিয়ে নিতে হবে, এবার তা মুখে লাগিয়ে আলতো করে ম্যাসাজ করে নিতে হবে

কফি আর অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে নিতে হবে। এবার তা মুখে লাগিয়ে ম্যাসাজ করে নিতে হবে। ১৫ মিনিট ম্যাসাজ করে নিতে হবে, এবার ইষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে নিতে হবে

টকদই, বেসন, বেকিং সোডা একসঙ্গে ভাল করে মিশিয়ে নিন। এই প্যাক খুব ভাল কাজ করে, মুখের সব যাবতীয় ময়লাও দূর করে দেয়। মুখে স্ক্রাব লাগিয়ে রেখে ১৫ মিনিট রেখে দিতে হবে, এবার তা শুকিয়ে গেলে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন