25 February 2024

ঘরোয়া এই উপাদান দিয়েই মুখের অবাঞ্ছিত লোম তুলুন

credit: istock

TV9 Bangla

মুখের অবাঞ্ছিত লোম নিয়ে নাজেহাল? অবাঞ্ছিত এই লোমের জন্য ত্বকের জেল্লা অনেকটাই ম্লান হয়ে যায়।                                                      

মুখের অবাঞ্ছিত লোম তুলতে আজকাল অনেকেই পার্লারে যান। কিন্তু, অনেকের পক্ষেই খরচ করে থ্রেডিং বা ওয়াক্সিং করা সম্ভব হয় না। এক্ষেত্রে কাজে লাগাতে পারেন ঘরোয়া টোটকা।                                                      

মুখের অবাঞ্ছিত লোম তুলতে খুব কার্যকরী চালের গুঁড়ো বা চালগুঁড়ি। কেবল দুধ, চাল গুঁড়ো এবং সামান্য মধু অথবা গোলাপজল দিয়ে ঘরেই একটি ফেস প্যাক বানিয়ে ফেলতে পারেন।                                                     

 প্রথমে ২ টেবিল চামচ চালের গুঁড়োর সঙ্গে পরিমাণ মতো দুধ দিয়ে একটি মিশ্রণ বানান। মিশ্রণটি যেন খুব পাতলা না হয়ে যায়, বেশ থকথকে হতে হবে।                                                      

এবার দুধ ও চাল গুঁড়োর মিশ্রণের মধ্যে কয়েক ফোঁটা মধু অথবা গোলাপজল দিয়ে দিন। এগুলি না থাকলে কেবল দুধ ও চাল গুঁড়োর মিশ্রণ হলেও চলবে।                                                      

মৃত কোষ সরাতে এবং ত্বকের পিএইচ ব্যালেন্স বজায় রাখতে মধু ও গোলপজলের ভূমিকা রয়েছে। তাই ত্বকের জেল্লা বাড়াতে এগুলি মিশ্রণে দিতে পারেন                                                      

এবার সমস্ত উপকরণ ভাল করে মিশিয়ে পেস্টটা মুখে লাগান। বিশেষত, যেখানে অতিরিক্ত লোম রয়েছে, সেখানে মিশ্রণটি লাগিয়ে প্রায় ৫-১০ মিনিট ধরে ভাল করে মুখে ম্যাসাজ করুন।                                                        

চাল গুঁড়ো ও দুধের ফেস প্যাকটি মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে দিন। তারপর ঈষদুষ্ণ জলে মুখ ধুয়ে নিন। সপ্তাহে ২-৩ বার এই ফেস প্যাকটি লাগালে মুখের অবাঞ্ছিত লোম থেকে মুক্তি পাবেন।                                                    

চাল গুঁড়োর সঙ্গে দুধের বদলে জল ও ১ টেবিল চামচ হলুদ গুঁড়ো অথবা পেঁপে পেস্ট দিয়েও ফেস প্যাকও অবাঞ্ছিত লোম তুলতে কার্যকরী।