হেঁশেলের এই ৫ উপাদানই শীতে ত্বকের দেখভাল করবে
04 December 2023
হেঁশেলে থাকা সামান্য কিছু উপাদানেই যদি ত্বকের সমস্যার সমাধান করা যায়, তা হলে একগাদা টাকা খরচ করবেন কেন?
আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে ত্বকের আর্দ্রতাও হারিয়ে যাচ্ছে। এই অবস্থায় কাজে আসবে হেঁশেলে থাকা সামান্য কিছু উপাদান।
জাঁকিয়ে শীত পড়ার আগেই ত্বকের সমস্যাকে রুখে দিন। কোন-কোন প্রাকৃতিক উপাদান দিয়ে ত্বকের যত্ন নেবেন, রইল টিপস।
ত্বকের আর্দ্রতা ধরে রাখতে অপরিসীম ভূমিকা মধুর। এক চা চামচ মধু রোজ রাতে মুখে মালিশ করুন। এতেই কোমল ত্বক পেয়ে যাবেন।
নাইট ক্রিমের বদলে রাতে নারকেল তেল মাখুন মুখে। ময়েশ্চারাইজ়ারের বিকল্প নারকেল তেল ত্বকের আর্দ্রতা ধরে রাখে।
খসখসে ত্বকের সমস্যায় নাজেহাল? স্নানের সময় জলে মেশাতে পারেন ওটমিলের গুঁড়ো। এটি মৃত কোষ পরিষ্কার করে দেয়।
মুখ পরিষ্কার করুন ফুল ফ্যাট দুধ দিয়ে। দুধের মধ্যে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বকের জেল্লা বাড়াবে এবং কোমলতাও ধরে রাখবে।
ফাটা ঠোঁট থেকে গোড়ালির যত্নে অলিভ অয়েল মাখুন। এই তেল মাথায় মাখলে চুলও শীতের শুষ্ক ভাব থেকে রেহাই পাবে।
আরও পড়ুন